Advertisement
Advertisement
Dev

ছবির ব্যস্ততার মাঝেই আবেগপ্রবণ দেব, অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ানোর অঙ্গীকার সুপারস্টারের

ঠিক কী করলেন সুপারস্টার?

superstar Dev

ছবি: ফেসবুক

Published by: Arani Bhattacharya
  • Posted:September 27, 2025 8:27 pm
  • Updated:September 27, 2025 9:10 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি সুপারস্টার, তিনি জনপ্রতিনিধি দেব তথা দীপক অধিকারী। বাংলা ছবির দৌলতে তাঁর অনুরাগীর সংখ্যা অসংখ্য। তাঁর মানবদরদি রূপ বারবার দেখেছেন জনসাধারণ। যে কোনও মানুষের দুঃসময়ে তাঁর পাশে দাঁড়াতে কখনও কার্পণ্য করেননি সুপারস্টার। এবারও তার ব্যতিক্রম হল না। ভরা পুজোর মরশুম, মুক্তি পেয়েছে এই পুজোয় তাঁর নতুন ছবি ‘রঘু ডাকাত’। ছবির প্রচার নিয়ে ব্যস্ততা তুঙ্গে। তবু তার মাঝেই এক আর্ত অসহায় বৃদ্ধের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে তৎপর হলেন দেব। উৎসবের মরশুমে যাতে কারও আনন্দে ভাঁটা না পড়ে সেই ব্যবস্থা করতেই ময়দানে নামলেন তিনি। ঠিক কী করলেন সুপারস্টার?

Advertisement

মহাপঞ্চমীর দুপুরে হঠাৎই সোশাল মিডিয়ায় ভাইরাল হয় একটি পোস্ট। উত্তর কলকাতার বিনোদিনী থিয়েটারের সামনে সাহায্যপ্রার্থী এক বৃদ্ধ। যাঁর নাম চিরঞ্জিৎ সেনগুপ্ত। ফল বিক্রি করেই জীবন-জীবিকা নির্বাহ করতেন তিনি একসময়। ঘরে ছিল স্ত্রী, তাঁর একমাত্র পুত্র ও এক নাতনি। হৃদরোগে আক্রান্ত হয়ে কিছুদিনের ব্যবধানে তাঁর স্ত্রী ও পুত্র দুজনেই না ফেরার দেশে চলে যান। শোকসন্তপ্ত চিরঞ্জিৎবাবু আত্মহননের কথা ভাবলেও একমাত্র নাতনির মুখের দিকে তাকিয়ে তা করতে পারেননি। নিঃস্ব ওই বৃদ্ধকেই পুজোর ভিড়ে হাতিবাগানের ব্যস্ততম জায়গায় দেখা যায় সাহায্য চাইতে। ক্যানসার আক্রান্ত ওই বৃদ্ধর সেই আর্তি জানানো ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয় নেটপাড়ায়। আর তা দেখেই সাহায্যের হাত বাড়াতে চাইলেন দেব।

এদিন সেই পোস্টটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে সুপারস্টার দেব অনুরোধ জানান ওই বৃদ্ধের পাশে তিনি দাঁড়াতে চান, তাঁকে সাহায্য করতে চান। তাই কারও পক্ষে সম্ভব হলে তাঁর সঙ্গে যোগাযোগ করার সুযোগ করে দিতে। জনপ্রতিনিধি দেবের এমন পোস্টে মুগ্ধ হয়েছেন তাঁর অনুরাগীরা। মানুষ দেবকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। তবে এই প্রথম নয়, এর আগেও অনেকবার বিভিন্ন সমস্যায় পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন সুপারস্টার। নিয়েছেন চিকিৎসার দায়িত্ব। এবারও তার ব্যতিক্রম হল না। উৎসবের মরশুমে ফের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দেব।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ