সুলয়া সিংহ: তিনি এরকমই। সিনেমায় যে চরিত্রে অবতীর্ণ হন, তার পূঙ্খানুপূঙ্খভাবে ফুটিয়ে তোলার জন্য চরিত্রের মধ্যে একশো শতাংশ ঢুকে যান। এর আগে যখন জুলফিকর করেছিলেন, মূক চরিত্রে অভিনয়ের জন্য টানা দু’মাস ক্লাস করেছিলেন। চ্যাম্প-এর সময়ও একই দৃশ্য। যোদ্ধা-র আগে মাউন্টেড পুলিশের কাছে গিয়ে শিখেছিলেন ঘোড়ায় চড়া। এবার ‘গোলন্দাজ‘। এখানে তিনি ফুটবলারের চরিত্রে। আর যে সে ফুটবলার নয়, ‘ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল’। তাই বাংলা ছবির সুপারস্টার দেবের কাছে চরিত্রকে ফুটিয়ে তোলার চ্যালেঞ্জটাও বেশি।
সে অর্থে কোনওদিন ফুটবল খেলেননি। আর ৩৫ বছর বয়সে এসে ফুটবলারের চরিত্রে। ঠিকই করে নিয়েছিলেন কোনও বডি ডাবল নেবেন না। আর তাই শুটিং শুরুর আগে টানা দু’মাস ফুটবলার হিসেবে নিজেকে তৈরি করার জন্য সকাল-বিকেল খেটেছেন। আপাতত গোলন্দাজ সিনেমার শুটিংয়ের প্রথম দফার ৬০ শতাংশ কাজ শেষ। যেখানে ফুটবল খেলার অংশগুলোই মুখ্য ছিল। বুট পরা ব্রিটিশদের বিরুদ্ধে প্রবল রোদে খালি পায়ে ফুটবলের একের পর এক মুন্সিয়ানা দেখিয়েছেন দেব। শুটিংয়ে ফুটবলার হিসেবে তাঁর একাগ্রতা দেখে চমকে গিয়েছেন অনেকেই। প্রসঙ্গত উল্লেখযোগ্য, গোলন্দাজ-এ ব্রিটিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন দুই বিখ্যাত ফুটবলার ডগলাস এবং আমনা। তাঁদের বিরুদ্ধে দেব যখন খালি পায়ে ফুটবলের ড্রিবল করছেন, চমকে গিয়েছেন তাঁরাও। টানা ২০ দিন সকাল থেকে রাত এরকম অমানুষিক পরিশ্রমে যা হওয়ার তাই হয়েছে।
বাঁ পায়ের বুড়ো আঙুলে চিড় ধরেছে নায়কের। ফলে আপাতত বাড়িতেই শয্যাশায়ী। তিন সপ্তাহ পুরোপুরি বিশ্রাম। তাতেও দমে যাওয়ার বান্দা নন তিনি। ফের শুরু হবে গোলন্দাজ-এর শেষ পর্বের শুটিং। দেব এখনই ঠিক করে নিয়েছেন সেখানেও কোনও বডি ডাবল নেবেন না। যত কষ্টই হোক, বুট পরা ফুটবলারদের বিরুদ্ধে ফুটবলের কঠিন মুভমেন্টগুলো ফের তিনি নিজেই করবেন। এজন্যই তিনি আর সবার থেকে কিছুটা আলাদা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.