Advertisement
Advertisement
Dev

‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত, অ্যাকশন পরে হবে’, ঘোষণা করেই সপরিবারে লন্ডন ছাড়লেন দেব

তাহলে কি লন্ডনে শুটিংয়ের পর্ব শেষ 'প্রজাপতি ২' ছবির?

superstar dev off to scotland after completing projapoti 2 shooting in london
Published by: Arani Bhattacharya
  • Posted:July 15, 2025 5:38 pm
  • Updated:July 15, 2025 5:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লন্ডনে ‘প্রজাপতি ২’ ছবির শুটিংয়ের নানা মুহূর্ত ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল। এই ছবিতে সুপারস্টার দেবের লুক ইতিমধ্যেই দেখে ফেলেছেন দর্শক। সোশাল মিডিয়ায় শুটিংয়ের নানা মুহূর্তের ছবি ভাগ করেও নিয়েছেন তিনি। তবে এবার শুধু শুটিং নয় শুটিংয়ের পাশাপাশি পরিবারকেও কিন্তু সময় দিতে ভোলেননি তিনি। সপরিবারে উড়ে গিয়েছেন লন্ডন ‘প্রজাপতি ২’ ছবির শুটিংয়ে। মা-বাবার সঙ্গে তাঁর ‘লন্ডন ডায়েরি’র নানা ছবি ইতিমধ্যেই দেখে ফেলেছেন নেটিজেনরা। এবার লন্ডন ছেড়ে স্কটল্যান্ডে যাওয়ার পালা। সোশাল মিডিয়ায় মঙ্গলবার পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন দেব। আর সেখানে ক্যাপশনে লিখেছেন, নিজের ছবির জনপ্রিয় সংলাপের মতোই, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি, অ্যাকশন পরে হবে’। তাহলে কি লন্ডনে শুটিংয়ের পর্ব শেষ ‘প্রজাপতি ২’ ছবির? এবার কি স্কটল্যান্ডে হবে ছবির বাকি অংশের শুটিং? তা যদিও খোলসা করেননি তিনি। তবে এই ছবির সিক্যুয়েলের জন্য বহুদিন ধরে মুখিয়ে রয়েছেন দেবভক্তরা। তবে দেব যদিও এখন ব্যস্ত মা-বাবাকে বিদেশের আনাচকানাচ ঘুরিয়ে দেখাতে।

Advertisement

উল্লেখ্য, চলতি বছরের সরস্বতী পুজোতেই এই ছবির সিক্যুয়েলের ঘোষণা করেছিলেন প্রযোজক অতনু রায়চৌধুরী। তেইশে দেব-মিঠুনের ‘প্রজাপতি’ ছবিকে ভালোবাসায় ভরিয়েছিলেন দর্শকরা। লক্ষ্মীলাভও ভালোই হয়েছিল। ‘প্রজাপতি’ সিনেমায়ে বাবা ও ছেলের চরিত্রে দুজনের অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। আবার পরিচালক অভিজিৎ সেনও বরাবর সম্পর্কের সূক্ষ্ণ দিকগুলো ক্যামেরায় তুলে ধরেন। এবারও তেমনই গল্পের প্রত্যাশায় দর্শকরা। জোরকদমে চলছে এই ছবির শুটিং।

শুধু তাই নয়, গত কয়েক বছর ধরেই ‘নতুন ট্রেন্ড’ শুরু করেছেন দেব। টলিউড সুপারস্টারের বিপরীতে পর পর টেলিপর্দার অভিনেত্রীদের দেখা যাচ্ছে। শ্বেতা ভট্টাচার্যকে নিয়ে সেই ‘প্রজাপতি’ ছবি দিয়ে শুরু করছিলেন। তার পর ‘মিঠাই’ সৌমিতৃষা কুণ্ডুর সঙ্গে ‘প্রধান’। এবার ‘প্রজাপতি ২’ ছবিতেও নায়িকা হিসেবে টেলিপর্দার মুখেই ভরসা রেখেছেন তিনি। ‘বঁধুয়া’ খ্যাত জ্যোতির্ময়ী কুণ্ডু এবার তাঁর বিপরীতে। নেটভুবনের একাংশের মত, ‘এই নতুন জুটি বক্স অফিসে ম্যাজিক দেখাবে।’ আবার ‘কিশোরী’ ভক্তদের মন্তব্য, ‘ইধিকার সঙ্গে জুটি হিট বলেই আবারও প্রজাপতি সিক্যুয়েলে ডাক পেয়েছেন তিনি।’ সবমিলিয়ে দেবের বিপরীতে ‘নায়িকা’ নিয়ে শোরগোলের অন্ত নেই। তবে দর্শকরা যে দেব-জ্যোতির্ময়ীর মিষ্টি জুটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, সেটা সোশাল পাড়ায় চোখ রাখলেই বেশ বোঝা যাচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement