সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্র, শনি, রবি। টানা তিনদিন ধরে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর মামলায় রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। আজ, রবিবার DRDO গেস্ট হাউসে ডাকা হয়েছে সুশান্তের বন্ধু তথা ক্রিয়েটিভ ম্যানেজার সিদ্ধার্থ পিঠানি (Siddharth Pithani), রিয়ার সহযোগী স্যামুয়েল মিরান্ডা (Samuel Miranda)। রয়েছেন রিয়ার ভাই সৌভিক চক্রবর্তীও। মনে করা হচ্ছে, চারজনকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা।
Maharashtra: Rhea Chakraborty’s associate Samuel Miranda arrives at the DRDO guest house in Mumbai where the Central Bureau of Investigation (CBI) team probing ‘s death case is staying.
Advertisement— ANI (@ANI)
কিন্তু কী কী প্রশ্ন করা হচ্ছে রিয়াকে? সূত্রের খবর,
শোনা গিয়েছে, গোয়েন্দাদের এমন প্রশ্নের উত্তরে নাকি একাধিকবার বিরক্তি প্রকাশ করেছেন রিয়া। তাঁর উত্তরে সন্তুষ্ট নন গোয়েন্দারা। সেই কারণেই সিদ্ধার্থ ও স্যাম্যুয়েলকে সামনে বসিয়ে রবিবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিয়ার দাবি মেনে তাঁকে পুলিশি নিরাপত্তাও দেওয়া হয়েছে। শোনা গিয়েছে, মৃত্যুর আগে হিমাচল প্রদেশ, কুর্গ, কেরলে জমির খোঁজ করেছিলেন সুশান্ত। এর আগে এক সাক্ষাৎকারে রিয়া দাবি করেছিলেন, সুশান্ত কুর্গে চলে যেতে চেয়েছিলেন। সুশান্তের ঘনিষ্ঠ বন্ধুদের থেকে জানা গিয়েছিলেন, অর্গানিক ফার্মিংয়ে উৎসাহী ছিলেন অভিনেতা।
এরই মধ্যে জানা গিয়েছে, ১৪ জুন সুশান্তের মৃত্যুর দিন ঘটনাস্থলে দু’টি অ্যাম্বুলেন্স গিয়েছিল। একথা জানাতে গিয়ে অ্যাম্বুল্যান্স কো-অর্ডিনেটর বিশাল জানান, ঘটনার পর থেকেই তিনি হুমকি পাচ্ছেন। কোন অ্যাম্বুল্যান্স চালক গাড়িতে মরদেহ তোলার সময় শরীরে প্রাণ ছিল বলে দাবি করেছেন, তা তিনি জানেন না। ঘটনাস্থলে প্রথমে অ্যাম্বুল্যান্স চালক সাহিল গিয়েছিলেন। তাঁর স্ট্রেচার ভাঙা থাকায় পুলিশের কথায় দ্বিতীয় অ্যাম্বুল্যান্স চালক অক্ষয় গাড়ি নিয়ে যান। অক্ষয়ের দাবি, সুশান্তের দেহের কোথাও কোনও আঘাতের চিহ্ন ছিল না। শুধুমাত্র গলায় দাগ ছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.