Advertisement
Advertisement
Ankita Lokhande

‘সুশান্ত আমাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে!’ বিয়ের পরে বিস্ফোরক অঙ্কিতার স্বামী ভিকি

গত বছর ডিসেম্বর মাসে বিয়ে করেছেন অঙ্কিতা ও ভিকি।

Sushant Singh Rajput's sudden death in 2020 affected ankita and Vicky Jains relationship | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 1, 2022 1:03 pm
  • Updated:March 1, 2022 2:44 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুটা যে এখনও মেনে নিতে পারেননি তাঁর প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande) তা ভালই বুঝতে পাচ্ছেন অঙ্কিতার স্বামী ভিকি জৈন। অঙ্কিতার সঙ্গে ব্রেক আপের পর সুশান্ত যখন অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লেন, তখন ভিকিই ভরসার কাঁধ এগিয়ে দিয়েছিলেন অঙ্কিতার দিকে। দীর্ঘদিন অঙ্কিতার সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকার পর গত বছরের ডিসেম্বরে বিয়ে করেন অঙ্কিতা ও ভিকি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়, তাঁদের বিয়ের ছবি। ছবি দেখে মনে হতেই পারে, সুশান্তকে ভুলে গিয়ে অঙ্কিতা দিব্যি রয়েছেন। তাঁদের সম্পর্কের জার্নিটা একেবারেই মাখনের মতো মসৃণ। তবে অনুরাগীদের এই ধারণা যে ভুল, সম্প্রতি তার প্রমাণ দিলেন অঙ্কিতার স্বামী ভিকি।

Advertisement

সম্প্রতি, এক নতুন রিয়্যালিটি শো ‘স্মার্ট জোড়ি’তে দেখা যাবে অঙ্কিতা ও ভিকিকে। সেখানেই এই তারকা জুটির মুখে উঠে এল তাঁদের সম্পর্কের ওঠা-পড়ার কথা।

অঙ্কিতার স্বামী ভিকি জৈন জানান, ”সুশান্তের মৃত্যুর পরের সময়টা খুবই স্পর্শকাতর ছিল আমাদের দু’ জনের জন্য। বুঝতে পারছিলাম না, অঙ্কিতাকে আমি কীভাবে সামলাব। অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তবে মনে মনে এটা ঠিক করে নিয়েছিলাম, যাই হোক না কেন, আমি অঙ্কিতার পাশে আছি, সঙ্গে আছি। এর থেকে বেশি কিছু আর ভাবিনি। তবে হ্যাঁ, সম্পর্ক নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিলাম। এখনও খুব সতর্ক থাকি। কারণ, আমি অঙ্কিতাকে হারাতে চাই না!

[আরও পড়ুন: শিকলে বাঁধা বেজির সঙ্গে ছবি পোস্ট করে বিপাকে শ্রাবন্তী, হতে পারে হাজতবাস!]

অঙ্কিতার সঙ্গে প্রায় সাড়ে তিন বছরের প্রেমের সম্পর্ক ভিকি জৈনের। কয়েক মাস আগে তাঁদের একটি চুম্বনের ছবিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিলেন অঙ্কিতা। কিছুতেই তা মেনে নিতে পারছিলেন না সুশান্তের মৃ্ত্যু। ইনস্টাগ্রামে এক লম্বা পোস্ট করে ভিকির উদ্দেশে অঙ্কিতা লিখেছিলেন, ”ভিকি, কঠিন সময়ে তুমি আমার পাশে ছিলে। আমাকে সামলে দিয়েছিলে। আমাকে ভাল রেখেছিলে। তুমি দুনিয়ার সেরা বয়ফ্রেন্ড। তোমাকে খুবই ভালবাসি…”

[আরও পড়ুন: নাচতে ভুলে গেলেন! নায়িকার সঙ্গে পারফর্ম করতে গিয়ে কটাক্ষের শিকার সলমন]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ