Advertisement
Advertisement
Swara Bhaskar on Dimple Yadav

অখিলেশ যাদবের স্ত্রীর প্রতি আকৃষ্ট স্বরা ভাস্কর, বললেন, ‘আমরা সকলেই উভকামী’, বিতর্ক তুঙ্গে!

স্বরার 'ক্রাশ' অখিলেশ যাদবের স্ত্রী! কী বললেন অভিনেত্রী?

Swara Bhaskar reveals her crush on Dimple Yadav, netizen reacts
Published by: Sandipta Bhanja
  • Posted:August 20, 2025 5:25 pm
  • Updated:August 20, 2025 5:27 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরখানেক ধরে বলিউডের লাইমলাইট থেকে শতহস্ত দূরে থাকলেও স্বরা ভাস্করকে নিয়ে চর্চার অন্ত নেই! মাঝেমধ্যেই রাজনৈতিক ইস্যুতে মুখ খুলে চর্চার শিরোনামে বিরাজ করেন তিনি। ফাহাদ আহমেদকে বিয়ে করার পর থেকেই একাধিকবার কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। আবার কখনও বা বেফাঁস মন্তব্যের জেরে বিপাকে পড়তে হয়েছে স্বরাকে। তবে প্রতিবারই মোক্ষম জবাব দিতে পিছপা হননি। এবার উভলিঙ্গের মানুষের প্রতি আকৃষ্ট হওয়ার কথা বলে ফের ‘খাল কেটে বিতর্ক ডেকে আনলেন’ অভিনেত্রী।

Advertisement

সম্প্রতি টেলিপর্দার রিয়ালিটি শো ‘পতি পত্নী অউর পঙ্গা’তে রাজনীতিক স্বামীকে নিয়ে যোগ দিয়েছিলেন স্বরা। সেই শোয়েই তাঁকে যৌনতা প্রসঙ্গে প্রশ্ন করা হলে মনের আগল খুলে নিজস্ব মতামত ব্যক্ত করেন অভিনেত্রী। স্বরা ভাস্করের কাছে প্রশ্ন ছিল? আপনার কি সমলিঙ্গের কাউকে ভালো লাগে? একমুহূর্ত দেরি না করেই তাঁর উত্তর, “ডিম্পল যাদব, ওঁর প্রতি আকৃষ্ট।” ডিম্পল সমাজবাদী পার্টির সাংসদ তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্ত্রী। এদিকে স্বরার স্বামী ফাহাদ আহমেদ নিজেও সমাজবাদী পার্টির নেতা। ঠিক কী বলেছেন অভিনেত্রী? স্বরার মন্তব্য, “প্রতিটা মানুষকেই তাঁদের নিজেদের মতো ছেড়ে দিলে দেখা যাবে প্রত্যেকেই উভকামী। শুধু বিপরীত লিঙ্গের প্রতি যৌন আকর্ষণ, আসলে আদর্শের মতো করে দেখা হয়। যা হাজার হাজার বছর ধরে মেনে চলা হচ্ছে।” অভিনেত্রী অবশ্য এও জানিয়েছেন যে, মানবসভ্যতা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই বিপরীত লিঙ্গে আকর্ষণকে মান্যতা দেওয়া হয়।

পাশাপাশি স্বরা ভাস্করের সংযোজন, দিন কয়েক আগেই ডিম্পল যাদবের সঙ্গে দেখা করেছেন তিনি। স্বামী ফাহাদের পাশে বসেই একথা বলতে শোনা যায় অভিনেত্রীকে। আর রিয়ালিটি শোয়ের সেই অংশের ভিডিও নেটপাড়ায় ভাইরাল হতেই ফের বিতর্ক স্বরাকে নিয়ে। কেউ তাঁকে ভারতীয় সংস্কৃতির সহবতের কথা মনে করালেন। আবার কারও বা নারীমুখে একথা শুনে ভ্রুযুগল আন্দোলিত হল! কেউ বা কটাক্ষ করে বললেন, ‘এই যে এবার স্বরা সমাজবাদী পার্টির টিকিট পাওয়ার চেষ্টা করছেন।’ আবার কারও মন্তব্য, ‘আমরা সকলেই উভকামী বলবেন না, বলুন আমি উবকামী।’ কেউ বললেন, ‘এই ভণ্ডগুলো এত কথা বলার সাহস পায় কোথা থেকে?’ সবমিলিয়ে স্বরার মন্তব্যে বিতর্কের ঝড় নেটপাড়ায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ