সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাস দুয়েক হল বিয়ে হয়েছে। সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে আইনি বিয়ে সেরে দিল্লিতে জাঁকজমকপূর্ণ রিসেপশন পার্টি দিয়েছিলেন তারকাজুটি। তবে বিয়ের পর থেকে খুব একটা আদুরে ছবি পোস্ট করেননি স্বরা বা ফাহাদের কেউই। এবার সকলক চমকে দিয়ে নিজেই সতীনের কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।
প্রসঙ্গত, হিন্দু হয়ে ইসলাম ধর্মাবলম্বী প্রেমিককে বিয়ে করার জন্য কম কটাক্ষ শুনতে হয়নি স্বরা ভাস্করকে। ভিনধর্মে বিয়ে করার জেরে অভিনেত্রীকে প্রায় ‘নেটপাড়ার খলনায়িকা’ করে তুলেছিলেন চরম হিন্দুত্ববাদীরা। অন্যদিকে, সর্বভারতীয় ইসলাম সংগঠনের তরফেও কটু কথা শুনতে হয়েছে স্বরা-ফাহাদকে। বলা হয়েছিল, “তাঁদের বিয়ে নিয়মবিরুদ্ধ।” যদিও নিন্দুক, সমালোচকদের বুড়ো আঙুল দেখিয়ে সুখের সংসারের কথা জানিয়েছিলেন স্বরা। তবে এবার সতীনের নাম অভিনেত্রীর মুখে।
তাহলে কি স্বরার সুখের ঘরকন্নায় উৎপাত শুরু হয়েছে? টুইট করে নিজেই জানালেন অভিনেত্রী। তবে সতীনের নামে বরং প্রশংসাই করেছেন তিনি। কে স্বরার সেই সতীন? তিনি আদতে স্বামী ফাহাদের বন্ধু। তাঁকে জন্মদিনে শুভেচ্ছা জানাতেই স্বরার এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট।
Happy happy birthday to our friend, comrade & Fahad’s original spouse
Thank you for always having our back & being there from the very beginning, for making sure our court papers were submitted in time, for being our witness & for being the best ‘sautan’ ever! 🤓🤗— Swara Bhasker (@ReallySwara)
টুইটে স্বরা ভাস্কর লেখেন, “ফাহাদের আসল স্ত্রী আরিশ কামার। আমাদের বন্ধু, কমরেড তথা ফাহাদের প্রথম স্ত্রী আরিশকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। যিনি সবসময়ে আমাদের পাশে থেকেছেন। যথাসময়ে আমাদের বিয়ের কাগজপত্র আদালতে জমা হয়েছে কিনা, তদারকি করার জন্য এবং আমাদের চারহাত এক হওয়ার সাক্ষী থাকার জন্য। ধন্যবাদ ‘সেরা সতীন’।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.