বিদিশা চট্টোপাধ্যায়: ইন্ডাস্ট্রিতে দু দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন। একের পর এক ঝাঁজালো চরিত্রে দর্শক-অনুরাগীদের মন্ত্রমুগ্ধ করে দিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। চব্বিশ সালেও মুক্তি পেয়েছে তাঁর একাধিক সিনেমা। টলিউডের পাশাপাশি বর্তমানে বলিউডেও ব্যস্ত অভিনেত্রী। অতঃপর কলকাতা টু মুম্বই দৌড় লেগেই থাকে তাঁর। এবার ফের একবার বলিউড ছবিতে স্বস্তিকা। তাপসী পান্নুর (Tapsee Pannu) সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে অভিনেত্রীকে।
সিনেমার নাম ‘গান্ধারী’। ‘জোরাম’-এর পর দেবাশিস মাখিজা তাঁর পরবর্তী ছবিতে হাত দিয়েছেন। সেই ছবিতেই তাপসী পান্নু এবং স্বস্তিকা মুখোপাধ্যায় ছাড়াও থাকছেন ‘পাতাললোক’ খ্যাত ইশওয়াক সিং। দেবাশিস শুটিং অর্ধেক সেরেও ফেলেছেন। সোশাল মিডিয়ায় সেই শুটিংয়ের ছবিও পোস্ট করেছেন তিনি। ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু এবং তাঁর বিপরীতে রয়েছেন অভিনয় করবেন ইশওয়াক সিং। অ্যাকশন থ্রিলার ধর্মী ছবি। নেটফ্লিক্স-এর জন্য তৈরি হওয়া এই ছবি বছরের শেষার্ধে মুক্তি পাবে, এমনটাই খবর। তবে আরও বড় চমক হচ্ছে, বলিউডের এই ছবিতে রয়েছে জোরালো কলকাতা কানেকশন। কীরকম?
ছবির গল্পে এবং চরিত্রে রয়েছে বাঙালি কানেকশন, বাঙালি চরিত্র। স্বস্তিকা মুখোপাধ্যায় গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন। তাঁর অংশের শুটিং খানিকটা সেরেও ফেলেছেন। বলিউডে ইতিমধ্যেই বেশ কিছু শক্তিশালী চরিত্রে অভিনয় করে ফেলেছেন স্বস্তিকা। এই ছবিতেও তাঁর অন্যথা নয়। দক্ষ অভিনয়ের জেরে এবারও যে দর্শকদের মন জয় করবেন, তা বলাই বাহুল্য অভিনেত্রী, তা বলাই বাহুল্য। প্রসঙ্গত, দেবাশিস মাখিজা অ্যাকশন ছবিতে আগে কাজ করলেও তাঁর ‘গান্ধারী’ বলবে সাধারণ মানুষের লড়াইয়ের কথা এবং কঠিন অবস্থার মধ্যে পড়া সাধারণ মানুষ কতদূর পর্যন্ত লড়তে পারে, সেটাকে ঘিরেই আবর্তিত হয়েছে গল্প। অ্যাকশন থ্রিলার হলেও তথাকথিত বলিউড থ্রিলার হবে না দেবাশিস মাখিজার ‘গান্ধারী’, শোনা গেল তেমনটাই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.