Advertisement
Advertisement
Swastika Mukherjee Eken Babu

‘পরেরটায় আমায় চান্স দাও’, ক্রাশ খেয়ে ‘একেনবাবু’তে অভিনয়ের আর্জি স্বস্তিকার!

সে কী! আবারও নাকি প্রেমে পড়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়?

Swastika Mukherjee showed her interest for acting in Eken Babu

ছবি: স্বস্তিকা মুখোপাধ্যায়ের ফেসবুক

Published by: Arani Bhattacharya
  • Posted:May 25, 2025 5:28 pm
  • Updated:May 25, 2025 5:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সে কী! আবারও নাকি প্রেমে পড়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়? একথা কি সত্যি? আলবাত সত্যি। অভিনেত্রী নিজে যখন জানাচ্ছেন তখন এ কথা একশো শতাংশ সত্যি। নিজের জীবনের প্রেম-ভালোবাসা নিয়ে কখনোই লুকোছাপা করেননি স্বস্তিকা মুখোপাধ্যায়। সেই কারণে একাধিক সময় চর্চায় এসেছেন তিনি। এবারেও যে ক্রাশ খেয়েছেন সেকথা সোশাল মিডিয়ায় ফলাও করে লিখেছেন অভিনেত্রী। তাঁর মতে প্রেমের কোনও বয়স হয় না। প্রেমে পড়া কোনও অপরাধও নয়। ‘প্রেমে পড়া বারণ’ এই ব্যাপারে একেবারেই বিশ্বাস করেন না স্বস্তিকা মুখোপাধ্যায়। কিন্তু হঠাৎ কার উপর ক্রাশ খেলেন স্বস্তিকা?

এবার নাকি কোনও সহঅভিনেতা বা অন্য কারও উপর ক্রাশ খাননি তিনি। ক্রাশ খেয়েছেন সোজা ছবির এক চরিত্রের প্রতি। খোলসা করে বললে সম্প্রতি মুক্তি পেয়েছে ছবি ‘দ্য একেনঃ বেনারসে বিভীষিকা’। আর সেই ছবি দেখেই নাকি এক্কেবারে ক্রাশ খেয়ে গিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সে কথা নিজের সোশাল মিডিয়াতে ফলাও করে জানিয়েছেনও তিনি।

 

কী লিখলেন স্বস্তিকা? ছবি দেখে কার প্রতিই বা ক্রাশ খেলেন? তিনি লিখেছেন, “Crush খাইয়া নিজেই ক্রাশ্ড হইয়া গেলাম। এই একেন টা বেস্ট একেন। আমি তো এমনিও ফ্যান, ওমনিও ফ্যান। আমি সব একেন দেখেছি, সিনেমা, সিরিজ সব। ক্রাশবাবু স্যার, আপনি ম্যাগনিফিসেন্ট (Anirban Chakrabarti)। Housefull প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে কী যে ভীষণ ভাল লাগে। টুবান দা ফাটিয়ে শুট করেছে, ফাটিয়ে। আর জয়দীপ দা, পরের একেন টায় আমায় একটা চান্স দাও, আমি কথা দিচ্ছি, মন দিয়ে অভিনয় করব। দারুণ হয়েছে জাস্ট দারুণ ! আই লাভ ইউ সেন বাবু। And the kick ass take away from the film -খুকুর কল এলে এমনি ভয়ে শুকিয়ে যাবে। মরে গেছি হাসতে হাসতে। পদ্মনাভদার জবাব নেই।”

চলতি মাসেই মুক্তি পেয়েছে ‘দ্য একেনঃ বেনারসে বিভীষিকা’। বরাবরের মতো দর্শক এবারেও একেনবাবুকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। এবার সেই একেনের সঙ্গেই কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার দেখার সত্যিই একেনের আগামী ফ্র্যাঞ্চাইজিতে তাঁকে দেখতে পান কিনা দর্শক। পেলেও কোন চরিত্রে দেখা যাবে এই নিয়ে নাকি ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে দর্শকমহলে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement