সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবছর ডিসেম্বর মাসের কথা। ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে ‘রাম’ধাক্কা খেল বিজেপি, তখন কোনওরকম রাখঢাক না করেই স্পষ্ট ভাষায় তীব্র কটাক্ষ করে স্বস্তিকা মুখোপাধ্যায় বলেছিলেন, “আর বলুন, জঙ্গলে বাস করা ভাই-বোনেরা… জঙ্গলবাসীরা তো জঙ্গলে মঙ্গল করে দিয়েছেন!” যে মন্তব্যের পর অভিনেত্রীকে নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল নেটদুনিয়ায়। আর তার মাস কয়েক ঘুরতে না ঘুরতেই এ কী মন্তব্য করলেন টলিউড অভিনেত্রী! টুইট করেছেন ‘রাম’-নাম করে! এবারেও নজর এড়ায়নি নেটিজেনদের। ‘জয় শ্রীরাম’ ধ্বনি তোলা পোস্ট শেয়ার করে প্রশ্ন তুলেছেন যে, “তাহলে কি স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) এবার বিজেপিতে যোগ দিচ্ছেন?”
বুধবার অযোধ্যায় রাম মন্দিরের ভিতপুজো উপলক্ষে সারাদিনই সরগরম ছিল নেটদুনিয়া। তার মাঝেই স্বস্তিকা মুখোপাধ্যায় টুইট করে লিখলেন, “জয় শ্রী রাম!” এই টুইট আদতেও নেতিবাচক না ইতিবাচক, তা ঠাহর করা কিন্তু দায়। তবে অভিনেত্রীর এই টুইটে যে বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা আপাতত তুঙ্গে, তা টুইটের কমেন্ট সেকশনের মন্তব্য দেখলেই বোঝা যায়।
কারণ? খানিক খোলসা করেই বলা যাক তাহলে। আসলে এই মুহূর্তে একুশের বিধানসভা নির্বাচন যে বঙ্গবিজেপির কাছে পাখির চোখ, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। গতবছর লোকসভা নির্বাচনের পরই একঝাঁক টলিউড তারকা দলে দলে যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। সূত্রের খবর বলছে, আগামী বিধানসভা ভোটেও তারকা প্রার্থীর উপরই ভরসা রাখতে চলেছে গেরুয়া শিবির। আর তার মাঝেই স্বস্তিকা মুখোপাধ্যায়ের এই টুইট যেন যজ্ঞে ঘৃতাহূতির মতো! তার রেশ ধরে স্বাভাবিকবশতই নেটজনতারা জল্পনা শুরু করে দিয়েছেন যে স্বস্তিকা বোধহয় এবার গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন। যদিও অভিনেত্রীর দিক থেকে এরকম কোনও খবরই নেই। কিন্তু “জয় শ্রী রাম!” টুইট কিন্তু জল্পনা আরও বাড়াচ্ছে।
Jai Shri Ram 🙏🏼
— Swastika Mukherjee (@swastika24)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.