Advertisement
Advertisement
Shakib Khan

ইদের বাংলাদেশে শাকিব খানের ‘তাণ্ডব’, কোটি টাকায় কুরবানির গরু কিনে চর্চায় সুপারস্টার!

গরুর দাম নিয়েই যত শোরগোল পদ্মাপারে।

Taandob star Shakib Khan's Eid celebration in Bangladesh goes viral
Published by: Sandipta Bhanja
  • Posted:June 7, 2025 6:30 pm
  • Updated:June 7, 2025 6:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে ‘তাণ্ডব’-এর রিলিজ। রমরমা ব্যবসা। উপরন্তু ইদ-উল-আজহা উপলক্ষে উৎসবের মরশুম। দুয়ে মিলে ডাবল সেলিব্রেশন শাকিব খানের বাড়িতে। আর উদযাপন মানেই কবজি ডুবিয়ে খানাপিনা। বাংলাদেশের প্রথমসারির এক সংবাদমাধ্যম সূত্রে খবর, শাকিব খান নাকি ইদের জন্য দানবাকৃতির এক গরু কিনেছেন। আর সেই গরুর দাম নিয়েই যত শোরগোল পদ্মাপারে।

Advertisement

গতবছর পর্দায় ‘তুফান’ তোলার পর এবার ইদের বাংলাদেশে ‘তাণ্ডব’ শাকিব খানের। পদ্মাপারের সুপারস্টারের ব্যক্তিগতজীবন নিয়ে এমনিতেই চর্চার অন্ত নেই! একদিকে শবনম বুবলি, অন্যদিকে অপু বিশ্বাস। দুই নায়িকার সঙ্গে শাকিবের দাম্পত্য রসায়ন বরাবর চর্চার শিরোনামে বিরাজ করেছে ঢালিউডে। তবে এবার সুপারস্টারের ‘ইদি’তে যে বাংলাদেশে তোলপাড় পড়ে গিয়েছে, সেটা উন্মাদনার পারদ জড়িপ করলেই বেশ ঠাহর করা যাচ্ছে। অতঃপর সুপারস্টারের ইদ সেলিব্রেশনের দিকে যে সকলের চোখ থাকবে, সেটাই স্বাভাবিক। ওপার বাংলা বর্তমানে মজে শাকিব-সাবিলার ‘লিচুর বাগান’ নিয়ে। এই ছবি যে বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করবে, তা বলাই বাহুল্য। তবে সিনেমা বাইরে গিয়েও ঠিক যে কারণে শাকিব খান এবার চর্চার শিরোনামে, তা জানলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য! বাংলাদেশে গুঞ্জন, শাকিব নাকি এবারের ইদে কোটি কোটি টাকা খরচ করে কুরবানির গরু কিনেছেন। তাও আবার সেটা এক-দু কোটি নয়, ১০ কোটি টাকা। আদৌ কি তাই?

পদ্মাপারের বিনোদুনিয়া সূত্রে খবর, মোটেই কুরবানির গরু কিনতে দশ কোটি খরচ করেননি শাকিব। বরং ইদ-উল-আজহা উদযাপনের জন্য মোটে ৩ লক্ষ ৪৫ হাজার টাকা খরচ করেছেন সুপারস্টার! জানা গেল, ‘তাণ্ডব’ ইতিমধ্যেই ঢালিউডে লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে ফেলেছে। সেই অঙ্কটা কীরকম? জানা গেল, শুধুমাত্র বাংলাদেশের মাল্টিপ্লেক্সেই ২২ লক্ষ টাকা আয় করেছে শাকিব খানের ‘তাণ্ডব’। উল্লেখ্য, এই ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূরও। এই জুটিও সেদেশের দর্শকদের কাছে একটা বিরাট প্রাপ্তি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement