Advertisement
Advertisement
Tanusree Chakraborty

কবে বাঁধা পড়বেন সাতপাকে? বিয়ের মরশুমে মুখ খুললেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী

সংবাদ প্রতিদিন ডিজিটালের মুখোমুখি হয়ে মনের কথা জানালেন অভিনেত্রী।

Tanusree Chakraborty reveals her wedding plan | Sangbad Pratidin

ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

Published by: Suparna Majumder
  • Posted:December 7, 2021 1:34 pm
  • Updated:December 7, 2021 2:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের মরশুমে চারদিকে বিয়ের বাদ্যি। সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে বিয়ের ছবিতে। এদিকে আবার রাজস্থানে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের (Vicky Kaushal-Katrina Kaif Wedding) রয়্যাল ওয়েডিং।  এমন সময়ে বিয়ে নিয়ে প্রশ্ন উঠতেই জবাব দিলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী (Tanusree Chakraborty )।

Advertisement
Tanusree Chakraborty
ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

১০ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাচ্ছে তনুশ্রী ও পরমব্রত অভিনীত ছবি ‘অন্তর্ধান’।  তারই মিউজিক লঞ্চে সংবাদ প্রতিদিন ডিজিটালের মুখোমুখি হয়েছিলেন তনুশ্রী। কথার মাঝে আসে বিয়ের প্রসঙ্গ। তখনই বিয়ে নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান অভিনেত্রী। তনুশ্রী জানান, এখন বিয়ের কোনও প্ল্যানই নেই তাঁর। তবে যখন বিয়ে করবেন, সকলকে জানিয়েই সাতপাকে বাঁধা পড়বেন। 

[আরও পড়ুন: ‘চোখের বালি’র পর ফের রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনি নিয়ে তৈরি ছবিতে ঐশ্বর্যা!]

একুশের বিধানসভা নির্বাচনের (West Bengal Election) আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন তনুশ্রী। হাওড়ার শ্যামপুরের (Shyampur) প্রার্থীও হয়েছিলেন। তবে জিততে পারেননি। গত জুলাই মাসে তিনি রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেন। যে কোনও রকম রাজনীতির রং থেকে তিনি বাইরে থাকতে চান, জানান তনুশ্রী। অবশ্য রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে তাঁর মনে কোনও আফশোস নেই বলেও জানিয়ে দেন। 

Actress Tanusree Chakraborty
ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়

রাজনীতি ছেড়ে এখন পুরোপুরি সিনেমায় মন দিয়েছেন তনুশ্রী। ১০ ডিসেম্বর ‘অন্তর্ধান’ মুক্তির পর অভিনেত্রীর ঝুলিতে রয়েছে একাধিক বড় রিলিজ। ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে দেবের ‘টনিক’। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তনুশ্রী। আগামী বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে ‘আবার বছর কুড়ি পরে’। ছবিতে আবির চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষের সঙ্গে দেখা যাবে অভিনেত্রীকে। এছাড়াও রয়েছে জিতের ‘রাবণ’। ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন তনুশ্রী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শুটিংয়ের ছবি। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: Katrina Kaif and Vicky Kaushal Wedding: ভিকি-ক্যাটরিনার বিয়ের জন্য বন্ধ মন্দিরে যাওয়ার রাস্তা! অভিযোগ রাজস্থানের আইনজীবীর]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement