সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনা জিতেছেন কুস্তিগির প্রিয়া মালিক (Priya Malik)। তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়ে ট্রোলড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী (Tanusree Chakraborty)। হাঙ্গেরির বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন হরিয়ানার কন্যা। তাঁকে শুভেচ্ছা জানিয়ে টুইট করতে গিয়েই ভুল করে বসেন তনুশ্রী। লেখেন, “সোনা জিতেছেন প্রিয়া মালিক। অলিম্পিকে ভারতে কী শুরুটাই না করল! মেডেল জেতার পাশাপাশি সারা বিশ্বের মনও জয় করছে আমাদের মেয়েরা।”
এই টুইটের পরই নেটদুনিয়ায় সমালোচিত হয়েছেন তনুশ্রী। “আপনি বিজেপি ছাড়লেন কেন? আপনি ওনাদের একদম সঠিক কর্মী হতে পারেন”, এমন মন্তব্য করা হয়েছে। একুশের নির্বাচনে বিজেপির হয়ে ভোটে লড়েছিলেন তনুশ্রী। তবে জিততে পারনেনি। কিছুদিন আগেই আবার রাজনীতি ছাড়ার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। সেই প্রসঙ্গ তুলেই কটাক্ষ করা হয়েছে তাঁকে। পাশাপাশি, অভিনেত্রীর ভুলও ধরিয়ে দিয়েছেন অনেকে। ঘটনায় এখনও পর্যন্ত (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) সোশ্যাল মিডিয়ায় কোনও প্রতিক্রিয়া দেননি তনুশ্রী।
জানা গিয়েছে, হরিয়ানার জিন্দ এলাকায় বড় হয়েছেন প্রিয়া মালিক। ২০১৯ সালে পুণের ‘খেলো ইন্ডিয়া’তেও সোনা জিতেছিলেন তিনি। রবিবার জিতলেন হাঙ্গেরির চ্যাম্পিয়নশিপে। কুস্তিগিরকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রিয়া মালিকের সাফল্যে তিনি কতটা গর্বিত, সেকথা টুইটারে জানিয়েছেন তিনি। শুধু প্রিয়াকে নয়, সারা দেশের অ্যাথলিটদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন সানি দেওলও।
Many congratulations to Priya Malik for winning the Gold Medal in the 73kg World Cadet Wrestling Championship. My heart is full of pride!
Wishing all our athletes the very best. May you keep shining.
— Mamata Banerjee (@MamataOfficial)
Another day, another win.
Congratulations, . We are proud of you.💪❤🇮🇳— Sunny Deol (@iamsunnydeol)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.