ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের দ্বিতীয় সপ্তাহেই ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) সংসারে এল নতুন অতিথি। মুম্বইয়ের একটি হাসপাতালে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা। টুইট করে নিজেই এই খবর দিলেন ভারত অধিনায়ক।
এদিন সকালেই মুম্বইয়ের (Mumbai) ব্রিচ ক্যান্ডি হাসপাতালে যান অনুষ্কা এবং বিরাট। সেখানেই কন্যাসন্তানের জন্ম দেন বলিউড অভিনেত্রী। টুইট করে বিরাট নিজেই ভক্তদের সুখবর শোনান। লেখেন, ‘‘আপনাদের জানাতে চাই এদিন বিকেলে আমাদের পরিবারে ফুটফুটে এক কন্যাসন্তানের আগমন হয়েছে। এত ভালবাসা, শুভেচ্ছা এবং প্রার্থনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। অনুষ্কা এবং সদ্যোজাত দু’জনেই ভাল আছে।’’
♥️
— Virat Kohli (@imVkohli)
এর আগে গত বছরের ২৭ আগস্ট ইনস্টাগ্রামে একই ছবি পোস্ট করে সংসারে নতুন অতিথির আসার কথা জানান দুই তারকা। তারপর অবশ্য বাড়িতে বসে থাকেননি অনুষ্কা। স্বামী বিরাটকে সঙ্গ দিয়েছিলেন দুবাইয়ের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) আসরে। অস্ট্রেলিয়া সফরে অবশ্য অনুষ্কাকে নিয়ে যেতে পারেননি বিরাট। নিরাপত্তার খাতিরে মুম্বইয়ে ছিলেন অভিনেত্রী।
পিতৃত্বকালীন ছুটি নিয়ে অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই দেশে ফিরে আসেন বিরাট। বছর শেষে অন্তঃসত্ত্বা স্ত্রী ও বন্ধুবান্ধবদের সঙ্গে একসঙ্গে কাটান ভারত অধিনায়ক। সেই ছবি তিনি পোস্ট করেন সোশ্যাল সাইটে। এর মাঝেই ভোগ ম্যাগাজিনের কভারের জন্য ফটোশুট সারেন অভিনেত্রীও। দিনকয়েক আগে শিরোনামে এসেছিলেন অনুষ্কা। স্বামী বিরাট কোহলির সঙ্গে কাটানো ব্যক্তিগত মুহূর্তের ছবি বিনা অনুমতিতে তোলা হয়েছে।তাতেই রেগে গিয়েছিলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী। এ দিন বিরাটের কন্যা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ভক্তরা ভারত অধিনায়ক ও অনুষ্কাকে শুভেচ্ছা জানিয়েছেন।অভিনন্দন জানিয়েছেন ক্রিকেট তারকারাও।
Congratulations & on the arrival of the little angel in your lives!
May her life be blessed with good health & love.
— Sachin Tendulkar (@sachin_rt)
Daughters are the biggest blessing to those who are the luckiest! Congratulations and welcome to the wonderful world of parenting
— Suresh Raina🇮🇳 (@ImRaina)
Congratulations and for the baby girl, A very warm welcome to the club!🤩🤩
— Ashwin 🇮🇳 (@ashwinravi99)
Congratulations brother and 🤗 Welcome to parenthood. A big hug to the little one, who’ll give you happiness like you’ve never experienced before ❤️
— hardik pandya (@hardikpandya7)
বিরাট–অনুষ্কার কন্যাসন্তানকেও করোনিয়াল (coronial) বলা হবে। কারণ অনুষ্কা কোয়ারেন্টাইন থাকার সময়ই গর্ভবতী হয়েছেন। আর এই সময় জন্মানো শিশুদেরই করোনিয়াল বা কোভিড কিডস বলা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.