নিজস্ব চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়লা মে, ফেডারেশনের মেগা মিটিংয়ের পরই ইন্ডাস্ট্রির অন্দরে জোড়াল জল্পনা শোনা গিয়েছিল, কলাকুশলীরা একযোগে অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), পরমব্রত চট্টোপাধ্যায়-সহ ক’জন পরিচালককে ‘বয়কট’ করতে চলেছেন। সেই আশঙ্কাকে সত্যি করেই মে মাসের ১৪ তারিখ অনির্বাণ ভট্টাচার্যের বাংলা ব্যন্ড ‘হুলিগানিজম’-এর তৃতীয় গানের মিউজিক ভিডিওর শুটিং বন্ধ হয়। কলাকুশলীদের একাংশ জানিয়েছিলেন, অভিনেতা-পরিচালকের সঙ্গে কাজ করতে নারাজ তাঁরা। এবার মাস ঘুরলেও পরিস্থিতির কোনও হেরফের হয়নি! দ্বিতীয়বারের জন্য আটকে গেল অনির্বাণের মিউজিক ভিডিওর শুটিং।
গত মে মাসে ‘হুলিগানিজম’-এর মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়ে কলাকুশলীদের অসহযোগিতার মুখে পড়েন অনির্বাণ ভট্টচার্য। সোমবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি! ফের বন্ধ হল তাঁর শুটিং। জানা গিয়েছে, এদিন যোগেশ মাইমে অনির্বাণের মিউজিক অ্যালবামের শুটিং করার কথা ছিল। তবে অভিনেতা-পরিচালকের অভিযোগ, সেটে গরহাজির কলাকুশলীরা। শুটে যোগ দিতে নারাজ তাঁরা। কারণ জানতে চাইলে নিরুত্তর সংশ্লিষ্ট সব গিল্ড। কেন এমন অসহযোগিতা? সরাসরি কেউ কিছু জানাননি বলেই খবর। তবে ইন্ডাস্ট্রির অন্দরমহল সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত থেকেই নাকি টেকনিশিয়ানরা জানাতে থাকেন যে তাঁরা কেউই অনির্বাণের মিউজিক ভিডিওর শুটিংয়ে আসতে পারবেন না। ফলে শেষমেশ ‘হুলিগানিজম’-এর মিউজিক ভিডিওর কাজ বিশ বাঁও জলে। শুধু তাই নয়, অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে একটি সিনেমার কাজও নাকি স্থগিত রয়েছে বলে খবর। সব মিলিয়ে অভিনেতা-গায়ক তথা পরিচালক যে বেশ সমস্যায় পড়েছেন, তা বলাই বাহুল্য!
ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের দ্বন্দ্ব নতুন নয়! গতবছর থেকেই একাধিকবার ইন্ডাস্ট্রির অন্দরমহলের দ্বন্দ্ব চর্চার শিরোনামে বিরাজ করেছে। সাম্প্রতিক অতীতেও দু’পক্ষের লড়াইয়ে বারবার জট বেঁধেছে টলিপাড়ায়। মূলত ‘অসহযোগিতা’র অভিযোগ উঠেছে দু’ তরফ থেকেই। উল্লেখ্য, অনির্বাণ অভিনেতার পাশাপাশি পরিচালকও। এদিকে আর্টিস্ট ফোরাম সাফ জানিয়ে দিয়েছে যে, নতুন ডিরেক্টর্স গিল্ড এবং ফেডারেশনের দ্বন্দে তাঁরা নাক গলাবে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.