গোবিন্দ রায়: ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবি নিয়ে গোপাল পাঁঠা ওরফে গোপাল মুখোপাধ্যায়ের নাতির দায়ের করা মামলা খারিজ করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অমৃতা সিনহা মামলা খারিজ করে দেন। বিচারপতি জানান, এ ধরনের আবেদন এই আদালতের আওতায় পড়ে না। তবে মামলাকারী চাইলে সংশ্লিষ্ট ফোরামে আবেদন জানাতে পারবেন। এরপরই তথ্যের অধিকার আইনের ভিত্তিতে করা এই মামলাটি তিনি খারিজ করে দেন।
ট্রেলার মুক্তির পর থেকেই কাঠগড়ায় বিবেক অগ্নিহোত্রী। তাঁর রাজনৈতিক থ্রিলার নিয়ে আপাতত দেশজুড়ে চর্চা! পরিচালকের বিরুদ্ধে বাংলার ইতিহাস বিকৃত করার পাশাপাশি ছাব্বিশের বিধানসভা ভোটের আগে প্রোপাগান্ডা সিনেমা বানিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার অভিযোগও উঠেছে। ছেচল্লিশের ‘গ্রেটার ক্যালকাটা কিলিং’-এর দোর্দণ্ডপ্রতাপ চরিত্র গোপাল মুখোপাধ্যায়কে ‘কষাই গোপাল পাঁঠা’ হিসেবে পরিচয় করানোয় ইতিমধ্যেই ফুঁসে উঠেছে বাংলা। প্রতিবাদী ঝড় ওঠে। এরপর কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন গোপাল পাঁঠার নাতি।
মামলাকারীর অভিযোগ, সিনেমায় গোপাল পাঁঠার চরিত্র যেভাবে দেখানো হয়েছে, তার তথ্যসূত্র নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাঁদের দাবি, তথ্যের অধিকার আইনের আওতায় জানতে চাওয়া হয়েছিল ছবির নির্মাতা কোথা থেকে এই তথ্য পেয়েছেন। কিন্তু কোনও সদুত্তর মেলেনি। এমনকি তাঁদের আরও অভিযোগ, ছবির দু’টি নির্দিষ্ট অংশ বাদ দেওয়াও প্রয়োজন। সেই দাবিতেই তাঁরা কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। বিচারপতি অমৃতা সিনহা মামলা খারিজ করে দেন। বিচারপতি অমৃতা সিনহা মামলা খারিজ করে দেন। প্রয়োজনে মামলাকারী সংশ্লিষ্ট ফোরামে আবেদন জানাতে পারেন।
বিবেক অগ্নিহোত্রীর ‘ফাইলস’ ট্রিলজির তৃতীয় রাজনৈতিক থ্রিলার ‘দ্য দিল্লি ফাইলস’। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে ইতিহাস বিকৃত করে বাংলাকে অসম্মানের অভিযোগ উঠেছে। ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির পর থেকেই শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। ছবির বিষয়বস্তু ঘিরে শাসক-বিরোধী তরজা চলেছে জোরকদমে। প্রসঙ্গত, গত একুশের বিধানসভা নির্বাচনে শত চেষ্টা করেও বাংলায় পদ্ম ফোটাতে ব্যর্থ হয়েছে গেরুয়া শিবির। এখন পাখির চোখ ছাব্বিশের বিধানসভা ভোট। তার আগে ভোটবাক্সে বিজেপিকে ফায়দা তুলতে ‘দ্য বেঙ্গল ফাইলস’ সাহায্য করবে বলেই অভিযোগ রাজনৈতিক মহলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.