Advertisement
Advertisement
Pushpa 2 Couple Song

বাংলায় ‘স্বামী’ গানের নয়া ভার্সান, নাচের নতুন কায়দা শেখাল পুষ্পা-শ্রীভল্লি

শ্রীজাতর লেখা গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল।

The Couple Song of Pushpa 2 The Rule, the bengali version named Aaguner
Published by: Suparna Majumder
  • Posted:May 29, 2024 1:11 pm
  • Updated:May 29, 2024 1:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পুষ্পা’ এবার বাংলায় কথা বলবে। হ্যাঁ, বাংলায় যে ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমা মুক্তি পাবে একথা আগেই জানা গিয়েছিল। ছবির টাইটেল ট্র্যাকের বাংলা ভার্সানও প্রকাশ্যে এসেছে। এবার ‘কাপল সং’-এর পালা। ঠিক যেমনটা কথা ছিল। তেমনই হল। বুধবার ১১.০৭ মিনিটে প্রকাশ্যে এল ছবির এই নতুন গান। আর তাতেই নাচের নতুন কায়দা শেখাল পুষ্পা-শ্রীভল্লি।

Advertisement

Rashmika Mandanna shared Pushpa 2 The Rule couple song information

তেলুগু, তামিল, হিন্দি, কন্নড়, মালয়ালম ভাষার পাশাপাশি গানের বাংলা ভার্সানও প্রকাশ্যে এসেছে। “আগুনের মতো ঝলমল সে যে আমার স্বামী…”, এমন কথা বাংলা গানের জন্য লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। আর সেই গানেই পুষ্পা-শ্রীভল্লি হয়ে নতুন নাচের কায়দা শেখালেন আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমা মুক্তির আগেই তার গান তুমুল জনপ্রিয় হয়েছিল। এর মধ্যে ‘তেরি ঝলক আশরফি, শ্রীভল্লি…’ যেমন আছে, তেমনই আছে ‘স্বামী’ গান। এই গানে রশ্মিকার নাচ তুমুল ভাইরাল হয়েছিল।

[আরও পড়ুন: ‘খাকি ২’তে প্রসেনজিৎ-জিৎ-পরমব্রতর সঙ্গী টলিপাড়ার এই নায়িকা! জল্পনা তুঙ্গে]

এবারের গান ‘কাপল সং’ হলেও তাতে ‘স্বামী’ শব্দের প্রাধান্য রয়েছে। আর নতুন সুরে নাচের নতুন স্টেপ করেছেন আল্লু-রশ্মিকা। যা তাঁদের শিখিয়েছেন বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার গণেশ আচার্য। ছবির ট্যাইটেল ট্র্যাকটির বাংলা ভার্সান গেয়েছিলেন তিমির বিশ্বাস। আর ‘কাপল সং’ গেয়েছেন বাঙালির প্রিয় শ্রেয়া ঘোষাল।

 

২০২১ সালে সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। ‘পুষ্পা! পুষ্পা রাজ ঝুঁকে গা নেহি!’ এমন সংলাপে বুঁদ ছিল গোটা দেশ। ‘পুষ্পা’ (Pushpa) স্টাইলের নাচে মত্ত হয়েছিল আট থেকে আশি। আল্লু অর্জুন, ফাহাদ ফজিলদের মারকাটারি অ্যাকশন দেখার পর থেকেই সিনেপ্রেমীরা অধীর আগ্রহে বসে ছিলেন কবে আসবে এই ছবির দ্বিতীয়ভাগ। তাঁদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে ‘পুষ্পা: দ্য রুল’-এর টিজার। আগামী ১৫ আগস্ট সিনেমা হলে মুক্তি পাবে সুকুমার পরিচালিত ছবি। তার আগে ট্রেলারের অপেক্ষায় অনুরাগীরা।

[আরও পড়ুন: মাত্র ৯৯ টাকায় রাজকুমার-জাহ্নবীর ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র টিকিট! কীভাবে?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ