সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭০তম ফিল্মফেয়ারের মঞ্চে ইতিহাস তৈরি করেছে ছবি ‘লাপতা লেডিজ’। আহমেদাবাদের বুকে আয়োজিত এই বছরের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে বিভিন্ন বিভাগে মোট ১৩টি পুরস্কার জিতেছে কিরণ রাও পরিচালিত এই ছবি। এর পাশাপাশি সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন যথাক্রমে অভিষেক বচ্চন, কার্তিক আরিয়ান ও আলিয়া ভাট। এবার ফিল্মফেয়ারে ‘লাপতা লেডিজ’র মনোনয়ন ও পুরস্কারপ্রাপ্তি নিয়ে মুখ খুললেন ‘কেরালা স্টোরি’র পরিচালক সুদীপ্ত সেন। রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।
পরিচালক বলেন, ‘একাধিক পুরস্কার পেয়েছে ‘লাপতা লেডিজ’ ছবি এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান সেরা ছবি হিসেবেও পুরস্কার পেয়েছে। যা স্বপ্নাতীত। অন্য একটা ছবি থেকে টোকা একটা ছবি কীভাবে এতগুলি পুরস্কার পেতে পারে তা সত্যিই ভাবার বিষয়। সিনেমাহলে ৭২ ঘণ্টার বেশিও চলেনি ছবিটি। অথচ এই ফিল্মফেয়ারি ‘কেরালা স্টোরি’ নিয়ে গলা ফাটিয়েছিল। আমাদের ঝুলিতে জাতীয় পুরস্কারের মতো পুরস্কার রয়েছে। যা আমরা গত মাসেই পেয়েছি। আমাদের সৌভাগ্য যে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান আমাদের ছবিকে পুরস্কারের সমতুল বলে মনে করেনি।’
View this post on Instagram
পরিচালক আরও যোগ করেন, ‘মিথ্যা সব আবরণ থেকে আমরা এবং আমাদের ছবি ‘কেরালা স্টোরি’ যে অনেক দূরে রয়েছে তা আমাদের জন্য সত্যিই মঙ্গলজনক। মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে ধরনের কুরুচিকর বিষয় চলে এবং কানের দরবারে সেলফি নেওয়ার যেরকম হিড়িক দেখা যায় তাতে আমরা এগুলি থেকে দূরে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’ এর আগে যদিও ‘লাপতা লেডিজ’ নিয়ে মুখ খুলেছিলেন অনন্ত মহাদেবন। তিনি বলেছিলেন,অনন্ত জানান, “আমি কিরণের লাপাতা লেডিজ দেখলাম। এই ছবির শুরুটা একেবারেই ঘুংঘট কে পট খোল থেকে অনুপ্রাণিত। শুধু তাই নয়। বউ বদলে যাওয়ার দৃশ্যটাও প্রায় এক। তবে হ্য়াঁ, লাপাতা লেডিজের গল্প যেভাবে এগিয়েছে, আমার ছবির গল্প অবশ্য সেভাবে এগোয় না। তবে সত্য়িই লাপাতা লেডিজ খুবই ভালো ছবি। বিশেষ করে সবার অভিনয়, মনে রাখার মতো।” অনন্ত মহাদেবনের পর এবার একই বিষয় নিয়ে মুখ খুললেন পরিচালক সুদীপ্ত সেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.