সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই ‘ধুরন্ধর’-এর আউটডোর শুটিংয়ে একশো কলাকুশলীর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর শোনা গিয়েছিল। কেউ বমি, কেউ মাথাব্যথা আবার কেউ বা পেট ব্যথায় কাবু হয়ে পড়েছিলেন! সেসময়ে জানা যায়, খাদ্যে বিষক্রিয়ার জেরেই ওই কলাকুশলীরা অসুস্থ হয়ে পড়েছেন। অতঃপর প্রযোজনা সংস্থার বিরুদ্ধে খাদ্য কেলেঙ্কারির খবর চাউর হয়ে যায় বলিপাড়ায়। কারও দাবি, বাজেট কমানোর জন্যই নিম্নমানের খাবার পরিবেশন করা হয়েছিল আবার কারও দাবি, রান্নার সময়ে ‘হাইজিন’ মেনে চলা হয়নি! সবমিলিয়ে কাঠগড়ায় ছবির প্রযোজকরা। তবে এবার একশো কলাকুশলীর অসুস্থ হওয়ার নেপথ্যের আসল কারণ ফাঁস হল।
‘খাদ্য কেলেঙ্কারি’র অভিযোগ নিয়ে ফুঁসে উঠলেন প্রযোজনা সংস্থার এক ঘনিষ্ঠ সূত্র। তার বক্তব্য, “ভারতীয় সিনেজগতের অন্যতম মেগাবাজেটের সিনেমা ‘ধুরন্ধর’। তাই বাজেট কমিয়ে নিম্নমানের খাবার পরিবেশন করার প্রশ্নই উঠছে না। লেহতে শুটিং করা ভীষণই চ্যালেঞ্জিং। আমাদের ইউনিটে তিনশোজন সদস্য রয়েছে। আসলে গোটা লেহ জুড়ে মুরগির মাংসে দূষণের সমস্যা জেরেই এমন অনভিপ্রেত ঘটনা ঘটেছে। টিম ‘ধুরন্ধর’ও আউটডোর শুটিংয়ে গিয়ে ওই একই মাংস খেয়েছে। যার ফলে অসুস্থ হয়ে পড়েছে তারা। তবে বাজারে এসব ভুয়ো খবর রটায় ভীষণ হাসি পাচ্ছে!” যদিও সেটা বার্ড ফ্লুয়ের সমস্যা কিনা, সেটা নিশ্চিত করেনি ওই ঘনিষ্ঠসূত্র। তবে ওই ব্যক্তির সংযোজন, “আমাদের সেটে কলাকুশলীদের স্বাস্থ্য এবং নিরাপত্তাকে সবসময়ে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হয়। তাই যারা হাসপাতালে ভর্তি ছিল, তারা ফিরে শুটিংয়ে যোগ দিতেই বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। আপাতত শেষ পর্যায়ের শুট চলছে। লেহতে আরও কয়েক সপ্তাহের শুটিং বাকি রয়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝি মুম্বইতে ফিরব আমরা।”
মাসখানেক ধরেই রণবীর সিং ‘ধুরন্ধর’ ছবির শুটিংয়ে ব্যস্ত। সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল থেকে আর মাধবনের মতো তাবড় তারকাদের নিয়ে মেগাবাজেট ছবি। অতঃপর এই সিনেমা ঘিরে দর্শকদের কৌতূহল গোড়া থেকেই তুঙ্গে। সম্প্রতি নিজের জন্মদিনে সেই ছবির লুক প্রকাশ্যে এনে শোরগোল ফেলে দিয়েছিলেন অভিনেতা। ‘ধুরন্ধর’ আদতে বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি। যদিও ছবির কাহিনি নিয়ে এখনও মুখ খোলেননি নির্মাতারা। তবে শোনা যাচ্ছে, এই ছবিতে নাকি অজিত ডোভালের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। পাকিস্তানের মাটিতে দুঃসাহসী ভারতীয় গুপ্তচরদের কর্মকাণ্ড নিয়েই নাকি ছবির গল্প সাজানো হয়েছে। আর লেহতে সেই ছবির শুটিং চলাকালীনই এহেন ‘খাদ্য কেলেঙ্কারি’র অভিযোগ!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.