Advertisement
Advertisement
Bhumi Pednekar

অভিনয় চুলোয় যাক! ‘দ্য রয়্যালস’ সিরিজে ভূমির ঠোঁট নিয়েই তোলপাড় নেটপাড়া

'দ্য রয়্যালস'-এ প্রথমবার জুটি বেঁধেছেন ভূমি ও ঈশান।

The Royals backlash, Bhumi Pednekar slamming people commenting on her big lips emerges

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Arani Bhattacharya
  • Posted:May 16, 2025 7:28 pm
  • Updated:May 16, 2025 7:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূমির কাজের থেকে ঠোঁট নিয়ে বেশি আলোচনা। সম্প্রতি তাঁর নতুন সিরিজ ‘দ্য রয়্যালস’ মুক্তি পেয়েছে। যা সেভাবে দর্শকের মনে ধরেনি। তবে তার মধ্যেও দর্শকের প্রশংসা কুড়িয়েছেন সিরিজের অভিনেতা ঈশান খট্টর। কিন্তু ভূমির অভিনয় একেবারেই দর্শকের মনে ছাপ ফেলতে পারেনি বলে দাবি নেটিজেনদের। উলটে তাঁর ঠোঁট নিয়েই বরং চর্চায় মেতেছেন সকলে।  

Advertisement
ছবি: ইনস্টাগ্রাম, ঈশান খট্টর ও ভূমি পেডনেকর

তবে এই প্রথম নয়, এর আগেও ভূমি বিভিন্ন সময়ে তাঁর মুখে অস্ত্রোপচারের জন্য নানা কুমন্তব্যের শিকার হয়েছেন। সেই সময় মুখও খুলেছেন অভিনেত্রী। কাজের থেকে চেহারা নিয়ে বেশি কথা হওয়ায় বেশ চটেছিলেন তিনি। একটি সাক্ষাৎকারে সেই নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। বলেছিলেন, ‘আমাকে এক ব্যক্তি একবার সরাসরি জিজ্ঞেস করেছিলেন তোমার ঠোঁট এত বড় কেন? আমি বুঝতে পারি না মানুষের সবকিছু নিয়ে এত অসুবিধা কেন? এইরকম ঠোঁট পাওয়ার জন্য মানুষ লাখ লাখ টাকা খরচ করে। তাই নিজের মতো বাঁচো। এসব কিছুকে একেবারেই পাত্তা দিও না।’

নতুন সিরিজ ‘দ্য রয়্যালস’-এ প্রথম জুটি বাঁধলেন ভূমি ও ঈশান। আর পর্দায় তাঁদের রসায়ন দেখার জন্য অধীর অপেক্ষায় ছিলেন দর্শক। তবে সেই রসায়ন একেবারেই জমেনি। আশাহত হয়েছেন দর্শক। আর তার জেরেই কি ভূমির দিকে ধেয়ে এল তাঁর ঠোঁট নিয়ে মন্তব্য? নেটিজেনরা বলেছেন, এই সিরিজে ভূমির থেকেও বেশি নজর গিয়েছে তাঁর ঠোঁটের দিকে। কারণ ভূমির ঠোঁট দেখে তাঁদের মনে হয়েছে অভিনেত্রীর থেকে বেশি অভিনয় সারা পর্দাজুড়ে করেছে তাঁর ঠোঁট। ঈশান ও ভূমি ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন জিনত আমন, নোরা ফতেহি, ডিনো মোরিয়া, মিলিন্দ সোমান প্রমুখ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement