Advertisement
Advertisement
Salman Khan

‘অ্যানিম্যাল’ রণবীর অতীত! এবার সুপারস্টার খানের দিকে নজর পরিচালক সন্দীপ রেড্ডির

কার সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা করছেন দাক্ষিণাত্যের সুপারহিট পরিচালক?

This Bollywood Khan and Sandeep Reddy Vanga might Collaborate for a Dark Action Thriller | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 2, 2024 5:48 pm
  • Updated:February 2, 2024 5:49 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তর্ক-বিতর্ক যাই হোক, তেইশের শেষে বক্স অফিসের হাল রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ই (Animal Movie) ধরেছে। নশো কোটি টাকার বেশি ব্যবসা করেছে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই সিনেমা। সুতরাং, বলিউডে এখন দক্ষিণী পরিচালকের প্রবল কদর। তিনিই যেন নায়কদের পরশপাথর। এমন পরিচালকের সঙ্গে কাজ করতে অনেকেই মুখিয়ে রয়েছেন। কিন্তু সন্দীপের নজর নাকি বলিউডের তিন খানের একজনের দিকে রয়েছে।

Advertisement

Sandeep-Reddy-Vanga-1

কে সেই খান? বলিউডের সুলতান সলমন খান (Salman Khan)। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলিউডের ‘দাবাং’ খানকে নিয়ে এক ডার্ক অ্যাকশন ক্রাইম থ্রিলার তৈরি করার পরিকল্পনা রয়েছে সন্দীপের। আর তা যে তিনি ভালোই পারেন, সে প্রমাণ তো ‘অ্যানিম্যাল’-এর ক্ষেত্রে দেখাই গিয়েছে। আপাতত প্রভাস, আল্লু অর্জুনের সঙ্গে নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছেন সন্দীপ। তার পর আবার ‘অ্যানিম্যাল পার্ক’ও রয়েছে। এর মধ্যেই কি নতুন এই ছবির পরিকল্পনা করে রেখেছেন? প্রশ্নের উত্তর ভবিষ্যতেই মিলবে।

[আরও পড়ুন: জরায়ুমুখের ক্যানসারে অকালমৃত্যু পুনম পাণ্ডের, কেন হয় এই মারণ রোগ? মুক্তি কীভাবে?]

এদিকে ২০২৩ সালে ‘টাইগার’ হিসেবে বক্স অফিসের ময়দানে নেমেছিলেন সলমন। কিন্তু ‘টাইগার ৩’ বক্স অফিসে ‘পাঠান’, ‘জওয়ান’ কিংবা ‘অ্যানিম্যাল’-এর মতো কামাল দেখাতে পারেনি। ৩০০ কোটি টাকা বাজেটের ছবিকে ৪৬৬ কোটি টাকা আয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

Salman-Sandip

‘টাইগার ৩’র আগে মুক্তি পেয়েছিল ‘কিসি কা ভাই কিসি কি জান’। সে ছবিও বক্স অফিসে ব্যর্থ হয়েছে। ১২০ কোটি টাকা বাজেটের ছবির আয় মাত্র ১৮৬ কোটি টাকা। এমন পরিস্থিতিতে হয়তো সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ডার্ক অ্যাকশন ক্রাইম থ্রিলার ভাইজানের কেরিয়ারে নতুন করে অক্সিজেন জোগাতে পারে।

[আরও পড়ুন: সিরিয়ালের TRP তালিকায় চমক, পুরনো সিরিয়ালদের জোর টক্কর নতুন ধারাবাহিকের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ