সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “দামে কম মানে কাকলী ফার্ণিচার।” গত দু’দিনে এ বাক্যটি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখে ফেলেছেন। ফেসবুক, টুইটার থেকে ইনস্টাগ্রাম, ইউটিউব – এই ঘোর করোনা (Corona Virus) কালেও সর্বত্র ‘কাকলী ফার্ণিচার’-এর দাপট। নাম বিড়ম্বনা থেকে রেহাই পাননি তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও (Kakoli Ghosh Dastidar)। তৈরি হয়েছে মিম। ‘কাকলী ফার্ণিচার’-এর তাণ্ডব রুখতে এবার ময়দানে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) এবং নন্দিতা রায়ের (Nandita Roy) উইন্ডোজ প্রযোজনা সংস্থা। সংস্থার দাবি ‘কাকলী ফার্ণিচার’-এর অনেক আগে থেকেই ছিল ‘বিশ্বাস ফার্ণিচার’। যেখানে “বিশ্বাসে মিলায় ফার্ণিচার, স্বপ্নে সুমধুর।”
View this post on InstagramAdvertisement
ভিডিওটি আদতে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘হামি’ (Haami) সিনেমার। যেখানে নিজের ও নন্দিতা রায়ের পরিচালনায় আসবাবপত্রের ব্যবসায়ী লালটু বিশ্বাসের চরিত্রে অভিনয় করেছিলেন শিবপ্রসাদ। তাঁর স্ত্রী মিতালির চরিত্রে ছিলেন গার্গী রায়চৌধুরী (Gargi Roychowdhury) আর ছেলে ভুটু ভাইজানের ভূমিকায় ছিল শিশুশিল্পী ব্রত বন্দ্যোপাধ্যায় (Broto Banerjee)। জনপ্রিয় সেই ছবির কিছুক্ষণের দৃশ্যই তুলে ধরা হয়েছে বৃহস্পতিবারের এই পোস্টে। যেখানে নিজের ‘বিশ্বাস ফার্ণিচার’-এর গুণগান করেছে লালটু। আবার নিজের ছেলেকে আসবাবের উপরে উঠে সলমন খানের নাচও দেখাতে বলছে। মজার এই দৃশ্যের মাধ্যমেই বাংলাদেশের ভাইরাল হওয়া ‘কাকলী ফার্ণিচার’-এর বিজ্ঞাপনকে চ্যালেঞ্জ করা হয়েছে। অভিনেত্রী গার্গী রায়চৌধুরীকেও পোস্টে ট্যাগ করা হয়েছে। এদিকে বৃহস্পতিবারই পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। প্রযোজনা সংস্থার (Windows Production) পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে পোস্টও করা হয়েছে। ইন্ডাস্ট্রি সহকর্মী এবং অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক-অভিনেতাকে।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.