Advertisement
Advertisement
Deepika Padukone

মা হতে চলেছেন দীপিকা? ‘পাঠান’ বিতর্কের মাঝেই নতুন গুঞ্জনে জড়ালেন রণবীর ঘরনি

'পাঠান' মুক্তির পরই কি নতুন খবর দেবেন দীপিকা?

this year the Pathaan actress will embrace motherhood| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 6, 2023 10:08 am
  • Updated:January 6, 2023 10:08 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকালই ৩৭ এ পা দিয়েছেন দীপিকা পাডুকোন। একদিকে তাঁর গেরুয়া বিকিনি নিয়ে বিতর্কে যখন তোলপাড় সারা দেশে। ঠিক তখনই রটে গেল আলিয়া, বিপাশার পর নাকি এবার মা হওয়ার পালা দীপিকার। এমনকী, বলিউড গুঞ্জন বলছে চলতি বছরেই নাকি মা হওয়ার সবরকম প্ল্যানিং সেরে ফেলেছেন দীপিকা।

Advertisement

আসলে এই গুঞ্জন ছড়ায় মুম্বইয়ের এক খ্যাতনামা জ্যোতিষীর হাত ধরে। তিনি দীপিকার খুব বড় ভক্ত। দীপিকার জন্মদিনে অভিনেত্রীর কোষ্ঠি বিচার করে জানিয়ে দেন এ বছরের শেষেই নাকি মা হবে দীপিকা পাড়ুকোন। তবে এসব নিয়ে এখনও পর্যন্ত কোনওরকম মন্তব্য করতে শোনা যায়নি দীপিকাকে। এমনকী, ফ্যামিলি প্ল্যানিং নিয়েও চুপই রয়েছেন রণবীর সিং। দীপিকার ঘনিষ্ঠমহল বলছে, আপাতত কেরিয়ারেই মন দিতে চান দীপিকা।

[আরও পড়ুন: ৫ কোটি রোজগারের মুরোদ নেই, পারিশ্রমিক ২০ কোটি! বলি তারকাদের কটাক্ষ করণের]

দীপিকার জন্মদিনে পাঠান ছবির নতুন পোস্টার শেয়ার করে দীপিকাকে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান। শাহরুখের কথায়, ‘এভাবেই তুমি সবাইকে তাক লাগাতে থাক দীপিকাকে!’

প্রসঙ্গত, এবার সেন্সর বোর্ডের কড়া নজরে শাহরুখ ও দীপিকা অভিনীত ‘পাঠান’। যে ছবি নিয়ে গোটা দেশ জুড়ে বিতর্ক, সেই ছবিকে এবার সেন্সর বোর্ডের কাঁচি নিচের পড়তে হচ্ছে। ভারতীয় সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন জোশির কথায়, শুধু বেশরম গানে দীপিকার বিকিনি নয়, পাঠান ছবিতে এমন অনেক দৃশ্য রয়েছে যা বাদ দিতে হবে।

প্রসূনের কথায়, ”সমস্ত বিতর্কের অবসান ঘটাতে সম্প্রতি ‘পাঠান’কে সিবিএফসিতে জমা দেওয়া হয়। বোর্ডের নীতিমালা অনুসারে এটি যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে গেছে। ছবিটিতে কিছু সংশোধন দিয়েছে কমিটি, এর মধ্যে রয়েছে বেশরম গানও। সংশোধন শেষে মুক্তির আগেই পুনরায় ছবিটি বোর্ডে জমা দিতেও বলা হয়েছে।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

গত ১২ নভেম্বর ‘পাঠান’ ছবির প্রথম গান ‘বেশরম রং’ (Besharam Rang) প্রকাশ্যে আসে। তারপর থেকে তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। গানের দৃশ্য শেয়ার করে দেওয়া হয়ে ছবি বয়কটের ডাক। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে ‘বয়কট পাঠান’ (Boycott Pathaan)। গানটির বিরুদ্ধে অশালীনতার অভিযোগ আনা হয়েছে।

শাহরুখ-দীপিকার গানটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কারও গানটি পছন্দ হয়েছে, কারও আবার বড্ড বেশি অশালীন মনে হয়েছে। এর মধ্যেই নেটদুনিয়ার একাংশ গানের দৃশ্য শেয়ার করে ছবি বয়কটের ডাক দিয়েছে। ‘বয়কট পাঠান’ হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে, “পাঠান ছবিতে তোতলাটা নায়িকাকে গেরুয়া রঙের পোশাক পরিয়েছে আর গানের নাম দিয়েছে বেশরম রং।” এই টুইট শেয়ার করেই আবার সাধ্বী প্রাচী গোটা ভারতবর্ষেই ছবিটি বয়কটের ডাক দিয়েছেন। অনেকে আবার দীপিকার সঙ্গে তাঁর স্বামী রণবীর সিংয়ের নগ্ন ফটোশুটের কার্টুন শেয়ার করেও ব্যঙ্গ করেছেন। গোটা বলিউডকে বয়কট করার ডাকও দেওয়া হয়েছে। তবে শুধুই বেশরম গান নয়, অনুরাগীরা পছন্দ করেছেন ‘ঝুমে জো পাঠান’ ছবির গানটিও।

[আরও পড়ুন: বিগ বির নাতির সঙ্গে প্রেম করছেন সুহানা খান! ডেটিংয়ের ছবি ঘিরে ছড়াল গুঞ্জন]

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement