সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের ‘শ্রফ পরিবারে’ দুঃসংবাদ! লক্ষ লক্ষ টাকা খোয়া গেল টাইগার শ্রফের মা আয়েষা শ্রফের। টাকা উদ্ধার করতে প্রাক্তন বলিউড প্রযোজককে ছুটতে হল থানায়।
প্রতারণার শিকার হয়ে মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেন জ্যাকি শ্রফ-ঘরণি। যে টাকার পরিমাণ ৫৮ লক্ষ। আলান ফার্নান্ডেজ নামে জনৈক ব্যক্তি প্রতারণা করেছে তাঁর সঙ্গে। সেই ব্যক্তির বিরুদ্ধেই ভারতীয় সংবিধানের ৪২০, ৪০৮, ৪৬৫, ৪৬৭ এবং ৪৬৮ ধারায় অভিযোগ দায়ের হয়েছে সংশ্লিষ্ট থানায়। যদিও পুলিশের তরফে এর থেকে বেশি কিছু জানানো হয়নি সংবাদমাধ্যমকে।
এই অবশ্য প্রথম নয়! প্রাক্তন মডেল তথা বলিউড প্রযোজক আয়েষা এর আগেও ৪ কোটি টাকা প্রতারণার শিকার হয়ে মামলা দায়ের করেছিলেন অভিনেতা শাহিল খানের বিরুদ্ধে। প্রায় বছর আটেক আগের ঘটনা সেটা। এবার ফের লক্ষ লক্ষ টাকা প্রতারণার শিকার হলেন টাইগার শ্রফের মা।
প্রসঙ্গত, আটের দশকে বলিউডের পর্দাতেও দেখা গিয়েছে আয়েষা শ্রফকে। ১৯৮৪ সালে মনীশ বহেলের বিপরীতে ‘তেরি বাহোঁ মে’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তবে বিয়ের পর বলিউডে প্রযোজনার পাশাপাশি সংসার সামলানোয় মন দেন আয়েষা। ২০০০ সালে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন জ্যাকি শ্রফের স্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.