সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটপর্দায় তাঁর তুমুল জনপ্রিয়তা। কাজ করেছেন ‘কৃষ্ণকলি’, ‘বাংলা মিডিয়াম’, ‘রোশনাই’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে। তিনি অভিনেত্রী তিয়াসা লেপচা। বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে তাঁর রোশনাই ধারাবাহিক। আপাতত নতুন কাজ শুরুর আগে ছুটির মেজাজে রয়েছেন অভিনেত্রী।
তবে তিয়াসার অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও কিন্তু বারবার চর্চায় উঠে এসেছে। প্রথমে সুবান রায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘটনা। তারপরে সোহেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া। আর এসব মিলিয়েই বারবার নেতিবাচক সমালোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন তিয়াসা। মাঝেমাঝে তাঁর ও সোহেলের ব্রেকআপের জল্পনাও ছড়িয়েছে। তবে সেসবে খুব একটা কর্ণপাত করেননা তাঁদের দু’জনের কেউই। শুটিংয়ের চাপ সামলে প্রায়ই সোহেলের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাঁকে। ভালোবাসা যে তাঁদের বেশ জোরদার রয়েছে এখনও সেই প্রমাণ দিতে মাঝেমাঝেই প্রেমিককে নিয়ে নানা পোস্টও শেয়ার করেন তিয়াসা।
View this post on Instagram
এবার বিচ্ছেদ জল্পনার মাঝে প্রেমিক সোহেলের মায়ের জন্মদিন উদযাপনে সামিল হন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাগ করে নিয়েছেন সেই ছবিও। ক্যাপশনে লিখেছেন, ‘আমার সবথেকে পছন্দের মানুষ,পৃথিবীর সেরা মা। শুভ জন্মদিন।’ এদিন তিয়াসা ও ছেলে সোহেলের সঙ্গে কেক কেটে নিজের বিশেষ দিনটি উদযাপন করেছেন সোহেলের মা। তিয়াসার সঙ্গে যে তাঁর সম্পর্ক বেশ ভালো এখানে তা বেশ বোঝা যাচ্ছে। ইনস্টাগ্রামে পোস্ট করা তিয়াসার একগুচ্ছ ছবিতে দেখা যাচ্ছে সোহেলকেও। এদিন তিয়াসার সেই পোস্টে সোহেলের মা লোপা দত্তকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অগণিত মানুষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.