Advertisement
Advertisement
Devlina Kumar

‘ধর্ষণের জন্য দায়ী মেয়েরাই’, ভিডিও পোস্ট করে খোঁচা দেবলীনার

কল্কি কোয়েচলিন অভিনীত ভিডিও শেয়ার করেছেন দেবলীনা।

TMC leader's daughter Devlina Kumar blames women for rape
Published by: Suparna Majumder
  • Posted:April 20, 2022 2:22 pm
  • Updated:April 20, 2022 3:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ধর্ষণের জন্য দায়ী মেয়েরাই’, ভিডিও পোস্ট করে ইনস্টাগ্রামে এই বার্তা দিয়েছেন অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina Kumar)। নিজের এই বার্তার মাধ্যমে সমাজের বেশ কিছু মানুষের মানসিকতাকে পরোক্ষে খোঁচা দিয়েছেন তিনি।  

Advertisement

Devlina Kumar Instagram

যে ভিডিওটি দেবলীনা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাতে কল্কি কোয়েচলিন-সহ আরও কিছু শিল্পী অভিনয় করেছেন। ভিডিওতে কল্কিকে বলতে শোনা যাচ্ছে, ধর্ষণের মতো অপরাধের জন্য দায়ী মেয়েরাই। বিশেষ করে মেয়েদের পোশাক। কারণ পুরুষদের তো দেখার চোখ রয়েছে। এরপরই দেখানো হয় কোন কোন পোশাক মহিলাদের পরা উচিত নয়। শেষে বলা হয়, যাবতীয় দোষ মহিলাদেরই। মহিলারা না থাকলে তো ধর্ষণের মতো অপরাধ ঘটবেই না।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: সৌরভের ‘দাদাগিরি’র মঞ্চে যশ-নুসরত জুটির প্রেম, ‘আদিখ্যেতা’, কটাক্ষ নেটিজেনদের]

এই ভিডিওর ক্যাপশনেই দেবলীনা (Devlina Kumar) লেখেন, “হ্যাঁ, আমাদেরই তো দোষ আর আমাদের পোশাকের দোষ। পোশাক উত্তেজক হলে তো এরকমই হবে।” নিজের এই বার্তার মাধ্যমেই মানুষের মানসিকতাকে খোঁচা দিলেন অভিনেত্রী। পাশাপাশি ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধেও সোচ্চার হলেন। 

Actress Devlina Kumar

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দেবলীনা কুমার অভিনীত ছবি ‘আবার কাঞ্চনজঙ্ঘা’। ছবিতে দেবলীনার অভিনয় প্রশংসিত হয়েছে। বালিগঞ্জ উপনির্বাচনে ভোট দিয়ে আবার অভিনেত্রী জানান, সুযোগ এলে বাবা দেবাশিস কুমারের মতো রাজনীতির সঙ্গে যুক্ত হতে চান। তবে  রাজনীতি (Politics) করার জন্য অনেকটা সময় চাই। আপাতত, অভিনয় নিয়ে এতটাই ব্যস্ত যে রাজনীতির জন্য সময় বের করাটা তাঁর কাছে খুবই কষ্টের। তাই রাজনীতিতে এলে, ফাঁকি দিয়ে নয়, শুধু মন দিয়ে সেটাই করতে চান দেবলীনা। অভিনয়ের পাশাপাশি নাচও খুবই পছন্দের দেবলীনার। ‘বেলাশুরু’ সিনেমার ‘টাপা টিনি’ গানে নাচের ভিডিও-ও ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন তিনি। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: কোটি টাকার অফারেও ‘ঝুঁকেগা নহি’, তামাকজাত পণ্যের বিজ্ঞাপনে না আল্লু অর্জুনের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement