Advertisement
Advertisement
Chiranjit Chakraborty

‘বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা’, নিজের ছবির সংলাপেই পরমকে শুভেচ্ছা চিরঞ্জিতের!

নায়কের 'শুভেচ্ছাবার্তা'য় খেপেছেন অনুরাগীরা।

TMC MLA Chiranjit Chakraborty involves controversy after commenting on Parambrata Chatterjee's marriage with his film's dialogue |Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:December 3, 2023 7:33 pm
  • Updated:December 3, 2023 8:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয়ের পাশাপাশি নায়ক-নায়িকাদের সংলাপও (Dialogue) কিন্তু জনপ্রিয় সিনেমার এক বড় সম্পদ। পরবর্তী সময়েও সেসব সংলাপ ফেরে লোকমুখে। তবে সেসব কথাই আবার অন্য প্রেক্ষাপটে বলে ফেললে একেবারে হইহই রইরই কাণ্ড ঘটে যায়। যেমন নিজের সিনেমার সংলাপ বলে নতুন করে বিতর্কে জড়ালেন টলি অভিনেতা তথা বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চট্টোপাধ্যায় (Chiranjit Chakraborty)। সম্প্রতি বিবাহিত সহ-অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে গিয়ে চিরঞ্জিৎ নিজের ছবির সংলাপেই বললেন, ”বউ হারালে বউ পাওয়া যায় রে। এখন চারিদিকে দেখছি বউ হারাচ্ছে আর পাচ্ছে, পাচ্ছে আর হারাচ্ছে।” তাঁর এহেন মন্তব্যে খেপেছে নেটিজেনদের একটা বড় অংশ।

Advertisement

শনিবার মধ্যমগ্রামের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বারাসতের (Barasat) তারকা বিধায়ক চিরঞ্জিৎ চট্টোপাধ্যায়। সেখানে তাঁকে সম্প্রতি বহু আলোচিত বিষয় পরমব্রত-পিয়ার বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে স্বভাবসুলভ ভঙ্গিতে নায়ক চিরঞ্জিৎ জবাব দেন, “আমি আগেই বলেছিলাম, ‘বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা, মা হারালে মা পাওয়া যায় না।’ সেটাই আবার বলে দিলাম। বহু বছর ধরে এই কথাই তো হিট। এখন একটু ঘনঘনই বদল হচ্ছে – এই আর কী।” নয়ের দশকে জনপ্রিয় বাংলা সিনেমার নায়কের গলায় এই ডায়লগ সেসময় বিপুল জনপ্রিয় হয়েছিল। কিন্তু প্রেক্ষাপট বদলে সংলাপের ব্যাখ্যাও যে ভিন্ন হয়, তা বোধহয় বুঝতে পারেননি চিরঞ্জিৎ।

[আরও পড়ুন: গোবলয়ের তিন রাজ্যে ভরাডুবি, প্রত্যাশা পূরণে ব্যর্থ কংগ্রেস, কেন?]

গত সপ্তাহে এক ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopdhayay) ও পিয়া চক্রবর্তী। বিয়ের পর থেকে সোশাল মিডিয়ায় আলোচনা, সমালোচনার ঝড় যেন আর থামতেই চাইছে না। বিশেষ করে পিয়ার পরিচয় নিয়ে কটাক্ষের বন্যা। অনুরাগীরা তাতে ক্ষিপ্ত। তার মধ্যে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে গিয়ে নিজের ছবির সংলাপ এভাবে ছুড়ে দেওয়ায় চিরঞ্জিতের উপর আরও খেপেছেন তাঁরা।

[আরও পড়ুন: গোবলয়ে গেরুয়া ঝড়, বিধানসভায় বিজয়োৎসবের ঘোষণা ‘সাসপেন্ডেড’ শুভেন্দুর]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement