Advertisement
Advertisement
Dev

সকাল সকাল তারাপীঠে দেব, ‘খাদান’ প্রচার নাকি ‘রঘু ডাকাত’ ছবির শুটিং?

২০২১ সালে 'রঘু ডাকাত' ছবির ঘোষণা করেছিলেন দেব ও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়।

tollywood Actor Dev at tarapith Temple
Published by: Akash Misra
  • Posted:December 6, 2024 11:23 am
  • Updated:December 6, 2024 11:49 am   

নন্দন দত্ত: খাদান ছবির প্রচারে একেবারে দিনরাত এক করছেন দেব। কখনও দুর্গাপুর তো, কখনও আসানসোল। বাসে করে, ছবির টিম নিয়ে বাংলার মাটিতে ‘খাদান’ নিয়ে ঘুরছেন টলিউডের ‘রাজার রাজা’। আর শুক্রবার সাত সকালে দেব পৌঁছলেন তারাপীঠে। মায়ের কাছে পুজো দিলেন ভক্তিভরে। তাঁর একটাই প্রার্থনা, সবাই ভালো থাকুক। সুস্থ থাকুক। ‘খাদান’ ছবির সাফল্য চেয়ে তারা মায়ের কাছে পুজো দিলেন দেব।

Advertisement

সূত্রের খবর, তবে শুধু ‘খাদান’-এর জন্য পুজো নয়, তারাপীঠ মন্দির থেকে দেব রওনা দেন তাঁর নতুন ছবির শুটিং স্পটে।  মনে করা হচ্ছে, পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘রঘু ডাকাত’ ছবির শুটিংয়ের জন্যই এই মুহূর্তে বীরভূমে রয়েছেন তিনি। তবে এই নিয়ে মুখ খুলতে চাননি ছবির টিম।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

বাংলার ডাকাত নিয়ে যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা রঘু ডাকাতের রোমাঞ্চকর গল্পের কথা প্রায় সবাই জানেন। যে রঘু ডাকাতের দাপটে ইংরেজদের বুক কেঁপে উঠত, সেই রঘুর ইংরেজদের প্রতি বিদ্রোহও বাংলার লোককথায় স্থান পায়। লোককথা অনুয়ায়ী, হুগলি জেলার মগরায় বাসুদেবপুর গ্রামে ছিল রঘু ডাকাতের আস্তানা। সেখানেই নাকি একসময় প্রতিষ্ঠিত ছিল এক কালীমন্দির। নাম ডাকাতে কালী। পরে সেই মন্দির ‘রঘু ডাকাতের মন্দির’ হিসেবেও বিখ্যাত হয়। তিনি কিন্তু সাধারণ মানুষের কাছে ডাকাত নয়, ছিলেন বাংলার রবিনহুড। ধনীদের থেকে ধন ডাকাতি করে, তা দিয়ে সেবা করতেন সাধারণের। মেয়েদেরকে অগাধ সম্মান করতেন তিনি। এমনই এক জ্বলন্ত ও বিদ্রোহী চরিত্রকে বড়পর্দায় এবার নিয়ে আসছেন দেব ও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়।

২০২১ সালে এই ছবির ঘোষণা করেছিলেন দেব ও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ‘রঘু ডাকাত’ ছবির ফার্স্টলুক শেয়ার করে দেব লিখেছিলেন, ‘আজ এই নিশি অমাবস্যায় শক্তি আরাধনার এই পুণ্য লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন, নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা রঘু ডাকাত’।

 

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ