Advertisement
Advertisement
Rishav Basu

তেলেগু ছবির জন্য ক্যামেরার সামনে নগ্ন হলেন ‘টলিউডের’ ঋষভ বসু! ন্যুডিটি নিয়ে নেই ছুঁৎমার্গ

ঋষভের দক্ষিণী ছবির ট্রেলার দেখে হাড় হিম হবে!

Tollywood actor Rishav Basu goes undress for Telegu Debut film
Published by: Sandipta Bhanja
  • Posted:May 16, 2024 7:01 pm
  • Updated:May 16, 2024 7:02 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘শ্রীকান্ত’, ‘ভটভটি’, ‘মহাভারত মার্ডার্স’, ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’-এর মতো একাধিক জনপ্রিয় বাংলা সিনেমা ও সিরিজে দেখা গিয়েছে ঋষভ বসুকে (Rishav Basu)। সুদর্শন নায়ক। তাঁর ‘চকোলেট বয়’ ইমেজের জন্য অনুরাগীমহলে বেশ জনপ্রিয় তিনি। টেলিপর্দার দর্শকদেরও বেশ পছন্দের অভিনেতা। টলিউডের সেই ঋষভ বসুই এবার দক্ষিণী সিনেইন্ডাস্ট্রিতে পদার্পণ করে ফেললেন।

Advertisement

টলিপাড়ার অগ্রজ শাশ্বত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্তদের দেখানো পথ অনুসরণ করেই দক্ষিণী সিনেজগতে ডেবিউ করলেন ঋষভ। বাংলার শিল্পীদের একাংশের অবশ্য দক্ষিণমুখী হওয়ার প্রবণতাটা বর্তমানে বেশি। নবীনপ্রজন্মের ঋষভের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। পরিচালক ওশো তুলসীরামের ডার্ক থ্রিলার ‘দক্ষিণা’ সিনেমার হাত ধরেই তেলুগু ইন্ডাস্ট্রিতে পা রাখলেন তিনি। ট্রেলারেই ইঙ্গিত মিলল যে বাঙালি অভিনেতাকে এখানে নেতিবাচক চরিত্রে দেখা যাবে। একের পর এক মেয়ে খুন করে এক সাইকো কিলার। সেই চরিত্রেই ঋষভ বসু।

[আরও পড়ুন: হিন্দি ধারাবাহিকে দেবচন্দ্রিমা, বাঙালি নায়িকা টেক্কা দেবেন নিয়া শর্মাকে]

উল্লেখ্য, প্রথমবার দক্ষিণী সিনেজগতে পা রেখেই কিন্তু দুঃসাহসিকতা দেখালেন টলিপাড়ার অভিনেতা। চিত্রনাট্যের প্রয়োজনেই ক্যামেরার সামনে নগ্ন হলেন তিনি। ট্রেলারে এক হাড়হিম করা দৃশ্যে ঋষভকে দেখা গেল একেবারে নগ্ন অবস্থায়। গায়ে সুতোর লেশমাত্র নেই! অভিনেতার অবশ্য ন্যুডিটি নিয়ে কোনও ছুঁৎমার্গ নেই! তাঁর কথায়, “এই ছবিতে নগ্নতা প্রযুক্তির সাহায্যে দেখানো হয়েছে। তাই খুব একটা অস্বস্তি হয়নি। তবে চরিত্রের প্রয়োজনে যদি আমাকে নগ্ন হতে হয়, সেটা নিয়ে কোনও ছুঁৎমার্গ নেই।” ‘মহাভারত মার্ডার্স’-এ ধূসর চরিত্রে ঋষভের অভিনয় দেখেই নাকি ডার্ক থ্রিলার ‘দক্ষিণা’ সিনেমার জন্য তাঁকে বেছে নিয়েছিলেন পরিচালক।

[আরও পড়ুন: লোকসভার জন্য পিছল কঙ্গনার ‘এমার্জেন্সি’, নিন্দুকদের কটাক্ষ, ‘ফ্লপের ভয়ে পালাচ্ছেন?’]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ