Advertisement
Advertisement
Mother's Day

মায়ের সঙ্গে ছবি পোস্ট, মাতৃদিবসে স্মৃতিতে ডুব টলি তারকাদের

আজ যেন চারদিকে মা, মা গন্ধ!

Tollywood actress share special message for mother's day
Published by: Sayani Sen
  • Posted:May 11, 2025 5:21 pm
  • Updated:May 11, 2025 5:28 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিখাদ ভালোবাসা আর স্নেহের সংজ্ঞা মা। তাঁকে ছাড়া যেন চলে না। সেই মাকে নিয়ে ক্যালেন্ডারে দাগিয়ে দেওয়া বিশেষ দিন আজ। যেন চতুর্দিকে মা-মা গন্ধ। মাতৃদিবসে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে আবেগে ভাসলেন টলি তারকারা।

Advertisement

‘তোর পাশেই থাকব সব জন্মে’, মাতৃদিবসে মেয়ে অন্বেষার ছবি পোস্ট করে লিখলেন অভিনেত্রী স্বস্তিকা। 

সোশাল মিডিয়ায় মায়ের সঙ্গে দু’টি ছবি পোস্ট করেছেন নুসরত জাহান। একটি ছোটবেলার এবং আরেকটি প্রাপ্তবয়স্ক। পোস্টের ক্যাপশনে মাকে শুভেচ্ছা জানিয়ে ভালোবাসি বলে উল্লেখ করেন অভিনেত্রী।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

মায়ের সঙ্গে জীবনের নানা মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন ঋতাভরী।

পরনে ‘আমার বস’ লেখা শাড়ি। মায়ের সঙ্গে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী শ্রুতি দাস।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

মাতৃদিবসে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার আর্জি জানালেন অভিনেত্রী মনামী ঘোষ। 

“মা” আকাশের মতো বিশাল, অন্তহীন। – সোশাল মিডিয়ায় ছোটবেলার ছবি পোস্ট তৃণার।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

সদ্য নিজে মা হয়েছেন। আপাতত চেটেপুটে মাতৃত্ব উপভোগ করছেন অভিনেত্রী রূপসা। মাতৃদিবসে নিজের মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

ছোটপর্দার কাজে আপাতত বেজায় ব্যস্ত। তবু মাতৃদিবসে মায়ের সঙ্গে ছবি পোস্ট করতে ভোলেননি টেলিভিশনের পরিচিত মুখ সুস্মিতা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

বাবার মৃত্যুর পর মাকে নিয়ে নতুন জগৎ তৈরি হয়েছে অভিষেককন্যা সাইনার। মাতৃদিবসে ছবি পোস্ট করলেন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ