ছবি: ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডের ‘পাওয়ার কাপল’ তাঁরা। রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের দাম্পত্য যেন এই বিচ্ছেদের যুগে এক অন্য সংজ্ঞা তৈরি করে। শুধু তাই নয় নিজের কাজ, পরিচয়, ব্যস্ততা সব কিছুর মাঝে কীভাবে সন্তানদের বুকের মধ্যে আগলে রাখতে হয়, তাদের সময় দিতে হয় এবং একইসঙ্গে সম্পর্কে সময় দিতে হয় ও লালন করতে হয় সেই নজির বারবার তৈরি করেছেন তাঁরা। নিজের অভিনয়ের প্রতি শুভশ্রী ঠিক যতটা দায়বদ্ধ ঠিক ততটাই তিনি দায়বদ্ধ তাঁর সন্তানদের প্রতিও। বারবার তার প্রমাণ দিয়েছেন তিনি নিজেই।
প্রথম থেকেই তাঁর ইচ্ছা ছিল একজন ভালো মা হওয়ার। সেই সাধপূরণ হওয়ার পর থেকে চেটেপুটে মাতৃত্ব উপভোগ করছেন ইউভান-ইয়ালিনি জননী। সম্প্রতি তাঁর এক ছবি সোশাল মিডিয়ায় দর্শক-অনুরাগীদের নজর কেড়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিমানে ক্লান্ত শরীরে বসে রয়েছেন তিনি। আর দুই হাতে আগলে রেখেছেন তাঁর দুই সন্তান ইউভান ও ইয়ালিনিকে। নিজের ইনস্টগ্রাম হ্যান্ডলে সেই ছবি পোস্ট করেছেন রাজ নিজে। ক্যাপশনে লিখেছেন, ‘মা’। শুভশ্রীর সেই ছবি দেখে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, ‘এই ছবিটার জন্য আর কোনও শব্দবন্ধ যায় না। ‘মা’- এটুকুই যথেষ্ট…মা হওয়ার পর মেয়েদের ধৈর্য্য আর শক্তি- দুটোই ৩ গুণ বেড়ে যায়…।’ কেউ আবার লিখেছেন, ‘ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি এইভাবেই তোমার সন্তান পরিবার কে আগলে রাখ।’, কেউ আবার লিখেছেন শুভশ্রীর উদ্দেশ্যে, ‘আপনি সত্যিই সকলের অনুপ্রেরণা।’
View this post on Instagram
উল্লেখ্য, বুধবার দুই সন্তানকে নিয়ে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টলিউডের তারকা দম্পতির বরাবরই ধর্মে-কর্মে মন। কাজের ব্যস্ততা যতই থাকুক, আরবানার ফ্ল্যাটে গণেশ চতুর্থী, লক্ষ্মীপুজো, থেকে রথযাত্রা, রাস সবটাই পালন করেন রাজ-শুভশ্রী। এমনকী সন্তানদের জন্মদিনেও পুজোপাঠের আয়োজন করেন তাঁরা। এবার ব্যস্ত শিডিউলের অবসরে ইউভান-ইয়ালিনীকে নিয়ে মহাকালেশ্বরে পুজো দিলেন তারকা দম্পতি। এই ছবি দেখে মনে করা হচ্ছে সেখান থেক্বে ফেরার পথেই বিমানে এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন রাজ চক্রবর্তী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.