Advertisement
Advertisement
21 July Shahid Diwas

একুশের মঞ্চে উপস্থিত থাকতে স্কটল্যান্ড থেকে কলকাতায় দেব, শহিদ স্মরণে তারকা সমাবেশ

'প্রিয় দিদি'র ডাকে সমাবেশে যোগ দিলেন টলিপাড়ার সিনেপর্দা, ছোটপর্দা মিলিয়ে প্রায় শতাধিক তারকা।

Tollywood celebs including Dev joins 21 July Shahid Diwas
Published by: Sandipta Bhanja
  • Posted:July 21, 2025 1:34 pm
  • Updated:July 21, 2025 4:05 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘প্রজাপতি ২’ সিনেমার শুটিং করতে সপ্তাহ দুয়েক আগেই লন্ডনে উড়ে গিয়েছিলেন টলিউড সুপারস্টার। তবে ছবির শুটিং শেষ করে সপরিবারে ঘুরতে গিয়েছিলেন স্কটল্যান্ডে। সেখান থেকে নিত্যদিন স্বভাবসিদ্ধভাবে ‘এমনি’ ছবি দিয়ে নেটপাড়ায় শোরগোল ফেলে দিয়েছিলেন দেব। তবে সুপারস্টারের বিদেশ সফরের রঙিন সব মুহূর্ত দেখে নিন্দুকরা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশ্ন ছুড়েছিলেন! অনেকে আবার রাজনীতির থেকে লাইট-ক্যামেরা-অ্যাকশেনর দুনিয়াকে বেশি সময় দেওয়ায় তাঁর সাংসদপদ নিয়েও কটাক্ষ করেন চলতি আবহে। তবে সোমবার বরাবরের মতো শান্ত অথচ দৃঢ়ভাবে মোক্ষম জবাব দিলেন অভিনেতা। দলনেত্রীর ডাকে বাধ্য ছাত্রের মতোই স্কটল্যান্ড থেকে কলকাতায় ছুটে এলেন একুশের সমাবেশে (21 July Shahid Diwas) যোগ দিতে।

Advertisement

সোমবার। ধর্মতলায় থিক থিক করছে তৃণমূলের কর্মী-সমর্থকদের ভিড়। উপলক্ষ্য দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃক্তৃতা শোনা। দলের শীর্ষ নেতা-নেত্রীদের পাশাপাশি ফি বছরের মতো এবারও শহীদ স্মরণ সভায় টলিপাড়ার তারকা সমাবেশের দিকে নজর ছিল। আগেভাগেই শোনা গিয়েছিল, উনিশের লোকসভা নির্বাচনের পর বিজেপিতে যাওয়া একগুচ্ছ তারকামুখের ‘ঘর ওয়াপসি’ হতে পারে একুশের শহীদ স্মরণ সভায়। সেই গুঞ্জনই যেন অক্ষরে অক্ষরে ফলে গেল। ‘প্রিয় দিদি’র ডাকে সমাবেশে যোগ দিলেন টলিপাড়ার সিনেপর্দা, ছোটপর্দা মিলিয়ে প্রায় শতাধিক তারকা। সেই তালিকায় শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, লাভলি মৈত্রের মতো আরও অনেকে। এদিকে শ্রাবণের পয়লা সোমবার একুশের মঞ্চেই তৃণমূলে প্রত্যাবর্তন করলেন একদা বিজেপিতে যোগ দেওয়া শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, রিমঝিম মিত্ররা।

একুশের জন্য টলিউডের বিশেষ ফ্যাশন স্টেটমেন্টও লক্ষণীয়। সিংহভাগ তারকার পরনে সাদা পোশাক। কেউ বা আবার দলের রঙে নিজেদের রাঙিয়েছেন সবুজে পোশাকে। তবে তারকাদের মধ্যমণি দেবকে দেখা গেল কালো পোশাকে। গাড়ি থেকে নেমেই ভিড় ঠেলে তারকা-সাংসদের সমাবেশে প্রবেশ করার মুহূর্ত ক্যামেরাবন্দি হল। কালো পোশাকে অবশ্য দেখা গেল অরিন্দম শীল, সৌরভ বন্দ্যোপাধ্যায়কে। মিঠাই সৌমিতৃষা কুণ্ডুর পরনে ঝলমলে কমলা পোশাক। আর সাদা পোশাকে এলেন ভরত কল, তৃণা সাহা, দেবলীনা কুমার, সোহেল-তিয়াশা, অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে। জানা গেল, নন্দন চত্বরে তারকাদের প্রাতঃরাশের আয়োজনও ছিল। জলখাবারের তালিকায় ছিল চা-কফি, ফল, মিষ্টি, ডিম সেদ্ধ. পাউরুটি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ