Advertisement
Advertisement
Tollywood News

পায়ে পায়ে ‘এক’, প্রথম বিবাহবার্ষিকী কীভাবে উদযাপন করলেন রূপসা-সায়নদীপ?

২০২৪ সালের অক্টোবর মাসে সাত পাকে বাঁধা পড়েন রূপসা-সায়নদীপ।

Tollywood News: actress rupsha shayandeep marrisge anniversary
Published by: Arani Bhattacharya
  • Posted:October 4, 2025 2:13 pm
  • Updated:October 4, 2025 2:13 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পায়ে পায়ে বিয়ের এক বছর পার করলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ সরকার। সোশাল মিডিয়ায় বেশ সক্রিয় তাঁরা। দুই থেক তিনও হয়েছেন। সপরিবারে তোলা আনন্দের সমস্ত মুহুর্ত ভাগ করে নেন তাঁরা সোশাল মিডিয়ায়। ২০২৪ সালের অক্টোবর মাসে সাত পাকে বাঁধা পড়েন রূপসা-সায়নদীপ। নিজেদের জীবনের সেই বিশেষ দিনে পরিবারের সকলকে নিয়ে উদযাপনে মাতেন তাঁরা দু’জন।

Advertisement

সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই দু’জনের একসঙ্গে কাটানো নানা মুহূর্ত ভাগ করে নিয়েছেন। বিবাহ বার্ষিকী স্পেশাল লাঞ্চ ডেটের ছবি ভাগ করে নিয়েছেন রূপসা। ক্যাপশনে লিখেছেন, ‘অ্যানিভার্সারি লাঞ্চ, ভালোবাসি তোমাকে হাজব্যান্ড’। শুধু তাই নয় রাত্রে বাড়ির সকলের সঙ্গে কেক কেটে নিজেদের জীবনের বিশেষ দিনটা উদযাপন করেছেন তাঁরা দুজন। পড়েছিলেন ‘স্বামী-স্ত্রী’ লেখা টি-শার্ট। বেলুন দিয়ে অভিনেত্রীর মনের মতো করে সাজানো হয়েছে তাঁদের অন্দরমহল।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

গতবছর শারদোৎসবের মরশুমে মনের মানুষ সায়নদীপ সরকারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রূপসা চট্টোপাধ্যায় (Rupsa Chatterjee)। তার পর বিয়ের মাস ঘুরতেই মা হওয়ার খবর দেন। বিয়ের পর থেকেই অভিনেত্রী যে চুটিয়ে মাতৃত্ব উপভোগ করছিলেন, সেটা তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলেই বোঝা যেত। কখনও স্বামীর সঙ্গে খুনসুঁটি আবার কখনও বা বন্ধুবান্ধবদের সঙ্গে মজার ভিডিও শেয়ার করতেন তিনি। এখনও তার ব্যতিক্রম নয়। স্বামীর সঙ্গে নানা মুহূর্তের ছবি ভাগ করে নেন রূপসা। সঙ্গে তাঁর ভ্লগ দেখতেও একইভাবে পছন্দ করেন দর্শক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ