সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো আসে পুজো যায় কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয় না। পালটায় না সাধারণ মানুষের জীবন। পালটায় না মানুষের মানসিকতা। আজও সমাজের বিভিন্ন স্তরে থাকা মহিলারা অত্যাচারের শিকার। বর্তমান সময়েও সেই অশুভ শক্তি যখন হিংসা, লোভ, কুসংস্কার আর অসত্যকে জড়িয়ে ধরছে, তখন মানবিকতা ও শিক্ষার আলোই একমাত্র তা থেকে মুক্তির পথ দেখাতে পারে। এই বিষয়কে কেন্দ্র করেই নির্মিত হয়েছে নতুন বাংলা ছবি ‘নবদুর্গা মাতৃরূপেণ সংস্থিতা’। সম্প্রতি হয়ে গেল এই ছবির ট্রেলার লঞ্চ।
বিনোদনের মোড়কে এই ছবি এক আলাদা বার্তা পৌঁছে দেবে দর্শকের কাছে। ছবির চিত্রনাট্য,সংলাপ,গান ও অভিনয়ে ছিলেন পরিচালক সত্যব্রত কুমার। ছবির পরিচালক তাঁর ছবি নিয়ে জানান, “আমরা চাই এই চলচ্চিত্র কেবল বিনোদনের উপকরণ না হয়ে সমাজে এক নতুন চেতনার সঞ্চার ঘটাক। এই ছবি দেখে দর্শক সিনেমা হল থেকে ফিরবেন জীবনের এক গভীর মূল্যবোধের বার্তা নিয়ে।”
আগামী ১০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘নবদুর্গা মাতৃরূপেণ সংস্থিতা’। ছবিতে অভিনয় করেছেন পাপিয়া অধিকারী,বিল্লদল চট্টোপাধ্যায়,অর্পণ কুমার শর্মা, অনির্বাণ, নিবেদিতা সেন প্রমুখ। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন অনুপ জলোটা, পন্ডিত তুষার দত্ত, শ্বেতা গুপ্তা ও স্ত্রোত্রপাঠে রয়েছেন শুভ দাশগুপ্ত। উল্লেখ্য, পুজোর মরশুমে পুজোর ছবি, গান ও পুজো সংক্রান্ত নানা বিনোদনের জন্যও মুখিয়ে থাকেন দর্শক। এবার সেইরকমই পুজোর আবহ শেষে সেই আমেজ ফিরিয়ে আনবে ‘নবদুর্গা মাতৃরূপেণ সংস্থিতা’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.