Advertisement
Advertisement
Tollywood News

‘সুপারস্টার বলা যায় না’, কুণালের পাশে দাঁড়িয়ে দেবকে খোঁচা ব্রাত্যর

দেবকে একহাত নিলেন ব্রাত্য বসু।

Tollywood News: bratya basu on dev after kunal ghosh said no one is superstar in tollywood
Published by: Arani Bhattacharya
  • Posted:October 4, 2025 5:54 pm
  • Updated:October 4, 2025 6:14 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর ছবি রঘু ডাকাত মুক্তির আগে থেকেই বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে দেব। ‘রঘু ডাকাত’ নিয়ে একের পর এক সোশাল মিডিয়াতে কুণাল ঘোষের পোস্টে পালটা জবাব দিয়েছেন দেব ও রানা সরকার। এবার কুণাল ঘোষের মতো একই পথে হেঁটে দেবকে একহাত নিলেন ব্রাত্য বসু।

Advertisement

সম্প্রতি সংবাদমাধ্যমে ব্রাত্য বলেন, “দেব ও কুণালের মধ্যে ঠিক কী হয়েছে আমি জানি না। তবে এই পুজোয় চার-চারটে বাংলা ছবি মুক্তি পেয়েছে। সবকটাই দর্শক দেখছেন। তবে রাজনৈতিক প্রেক্ষিতে আমি যা বলতে পারি তা হল বাংলা ছবিতে কেউ সুপারস্টার নন। বিষয়টিই হাস্যকর। ভালো অভিনেতা হতে পারেন, স্টার হতে পারেন। কিন্তু সুপারস্টার নন। যিনি সুপারস্টার হবেন তিনি কখনও কারও অধীনে রাজনীতি করবেন না। তিনি নিজে একটি দল গড়বেন। তাই রাজনৈতিক দিক থেকে বলতে গেলে একথা বলতে হয় যে, এক্ষেত্রে একমাত্র সুপারস্টার মমতা বন্দ্যোপাধ্যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন স্টার।” এখানেই শেষ নয়, এর পাশাপাশি নিজের উপমা টেনে তিনি বলেন যে, “যেমন আমি নিজেই অভিনয়ও করি আবার রাজনীতিতেও রয়েছি। তাই নিজেকে যদি আমি এক্ষেত্রে সুপারস্টার বলি তাহলে এর থেকে হাস্যকর কিছু হবে না।”

উল্লেখ্য, পুজোর ঠিক আগে প্রেক্ষাগৃহে পুজো রিলিজের স্লট পাওয়া নিয়ে একটি পোস্ট করেন কুণাল ঘোষ। পুজোর মরশুমে চারটি সিনেমাই যেন সমান সংখ্যক স্লট পায় কিংবা স্লট পাওয়া নিয়ে যেন কোনও এক তারকার দিকে পাল্লা ভারী না হয়। বাংলা সিনেমা তথা টলিউডের ক্যাশবাক্স চাঙ্গা করার স্বার্থে তাঁর এহেন পোস্টের পালটা প্রযোজক রানা সরকার সোশাল মিডিয়ায় প্রশ্ন তোলেন, ‘কুনাল ঘোষ কেন দেব বিরোধী? কিংবা বাংলা সিনেমা নিয়ে এত কথা কেন বলেন তিনি?…’ প্রযোজকের পোস্ট নজর এড়ায়নি তৃণমূল নেতার। অতঃপর চাঁচাছোলা ভাষায় রানাকে জবাব ছুড়তেও পিছপা হননি তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ