Advertisement
Advertisement
Tollywood News

থ্রিলারের মোড়কে ত্রিকোণ প্রেমের গল্প বলবে সায়নদীপের নতুন ছবি, কবে শুরু শুটিং?

ত্রিকোণ প্রেমের গল্প রূপান্তরিত হবে কোর্টরুম ড্রামায়।

Tollywood News: new thriller triangle lovestory in tollywood
Published by: Arani Bhattacharya
  • Posted:September 27, 2025 6:52 pm
  • Updated:September 27, 2025 7:17 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: থ্রিলারের মোড়কে এবার ত্রিকোণ প্রেমের গল্প বলবেন পরিচালক সায়নদীপ চৌধুরী। তাঁর নতুন ছবি ‘তোমাকে বুঝি না প্রিয়’ এক্কেবারে সেইরকম গল্পই বলবে। থ্রিলারের পাশাপাশি একইসঙ্গে রয়েছে এই ছবিতে ত্রিকোণ প্রেমের গল্প এবং এই ছবি একপ্রকার কোর্টরুম ড্রামাতে রূপান্তরিত হবে। সম্পর্কের গল্পের বুনোটে এই ছবিতে দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সুহোত্র মুখোপাধ্যায়, কিঞ্জল নন্দ, সুজন মুখোপাধ্যায় প্রমুখ।

Advertisement

এই ছবিতে কিঞ্জল নন্দ ও সুহোত্র মুখোপাধ্যায় অভিনীত চরিত্রে রয়েছে বিভিন্ন খোলস। ছবির গল্প এগোনর সঙ্গে সঙ্গে তা প্রকাশ্যে আসবে। শুধু তাই নয় এই ছবিতে কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে আইনজীবির চরিত্রে। একইসঙ্গে ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেত্রী দেবলীনা কুমার। ছবি নিয়ে পরিচালক সায়নদীপ বলেন, “এই ছবিতে প্রতিটি চরিত্রই খুব প্রাণবন্ত। একটি চরিত্র অন্য চরিত্রের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। এটা এই ছবির একটি বড় বিষয়। ছবিতে কিঞ্জল নন্দ, সুহোত্র মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, সুজন মুখোপাধ্যায় প্রত্যেকেই নিজেদের চরিত্রে খুব মানানসই। থ্রিলার ঘরানার ছবির ক্ষেত্রে নতুন স্বাদ আনবে এই ছবি৷ তবে শুধুমাত্র থ্রিলার নয়, এই ছবিতে রয়েছে সম্পর্ক, ভালোবাসা, খুন, রহস্য সবটাই। আশা করছি দর্শকদের ভালো লাগবে।”

উল্লেখ্য এই ছবির সঙ্গীত পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন শ্রাবণ ভট্টাচার্য। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। কলকাতা জুড়ে বিভিন্ন জায়গায় হবে এই ছবির শুটিং। যা খুব শিগগিরি শুরু হবে বলেই জানা যাচ্ছে থ্রিলার ছবি “তোমাকে বুঝি না প্রিয়”-এর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ