সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উইনডোজের ছবি মানেই দর্শকের তা থেকে এক আলাদা প্রত্যাশা থাকে। পারিবারিক ছবির বুনোট টলিউডের হিট পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। ২০২৩-এর পুজো থেকেই চেনা ছকের বাইরে বেরিয়ে নতুন স্বাদের ছবি নিয়ে আসেন তাঁরা দর্শকের কাছে। প্রথমে ২০২৩ সালের পুজোয় উইনডোজ নিয়ে আসে তাদের প্রথম অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবি ‘রক্তবীজ’। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের প্রেক্ষাপটে নির্মিত হয়েছিল এই ছবি। যেখানে ছকভাঙা চরিত্রে দর্শক পেয়েছিলেন মিমি চক্রবর্তীকে। পুলিশ অফিসার সংযুক্তার চরিত্রে মিমিকে যেন রোখা দায়। একইসঙ্গে আরও একবার পুলিশ অফিসারের চরিত্রে নজর কেড়েছিলেন আবীর চট্টোপাধ্যায়।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক পঙ্কজ সিংহের চরিত্রে আবীরকে দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শক। একইসঙ্গে এই ছবির হাত ধরে দর্শক পেয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে বহুবছর পর বাংলা ছবিতে। সব মিলিয়ে ২০২৩ সালের পুজোয় ‘রক্তবীজ’ দর্শকমহলে এক আলাদা উন্মাদনা সৃষ্টি করেছিল। সেই পুজোয় মুক্তিপ্রাপ্ত একগুচ্ছ ছবির মধ্যে ব্যাবসার নিরিখে এগিয়ে ছিল ‘রক্তবীজ’। বক্স অফিসে বিপুল ব্যবসার মুখ দেখেছিল আরও একবার উইনডোজ প্রোডাকশন হাউস তাদের প্রথম পুজোর ছবির হাত ধরে। এই শুরু, এরপর ২০২৪ ও ২০২৫ সালের পুজোতেও বক্স অফিসে ম্যাজিক তৈরি করেছে। যা হ্যাট্রিক বললেও ভুল হবে না।
২০২৩ সালের পর ২০২৪ সালের পুজোতেও দর্শকদের এক অন্য স্বাদের ছবি উপহার দিয়েছিলেন শিবু-নন্দিতা। গত পুজোয় মুক্তি পেয়েছিল ‘বহুরূপী’। এই ছবিতেও এক অন্য স্বাদের গল্প দর্শককে পুজোর উপহার হিসেবে দিয়েছিলেন টলিপাড়ার হিট পরিচালক জুটি। সত্য ঘটনা অবলম্বনে এক ছদ্মবেশী ডাকাতের গল্প বলেছিল এই ছবি। সঙ্গে এক ছকভাঙা চরিত্রে দর্শক পেয়েছিলেন কৌশানী মুখোপাধ্যায়কে। নায়িকাকে ‘ঝিমলি’ চরিত্রে দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন দর্শক। মূলত যেভাবে তাঁকে দেখেছেন দর্শক এতদিন বিভিন্ন চরিত্রে তার থেকে এক্কেবারে আলাদাভাবে দর্শকের কাছে তুলে ধরেছিলেন দুই পরিচালক। ছবির গল্পের পাশাপাশি এই ছবির গানগুলিও ছিল দর্শকের পছন্দের তালিকার শীর্ষে। গত পুজোর একগুচ্ছ মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে বক্সঅফিসে ভালো ফল করেছিল ‘বহুরূপী’। আর এবারও তার ব্যতিক্রম হল না। সেই ধারা অব্যাহত থাকল উইনডোজের ছবির হাত ধরে এই পুজোতেও।
এই পুজোয় একগুচ্ছ ছবির সঙ্গে মুক্তি পেয়েছে ‘রক্তবীজ ২’। এই ছবিও দাপটের সঙ্গে বক্স অফিসে ব্যাট করছে। ফের শিবু-নন্দিতার অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ছবি সাদরে গ্রহণ করেছেন দর্শক। প্রতিবারের মতোই এবারও দর্শকের প্রত্যাশা পূরণ করেছেন দুই পরিচালক। এবার নন্দিতা-শিবপ্রসাদের ফ্রেমে ফুটে উঠেছে রাষ্ট্রপতি পদে থাকাকালীন প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের কাহিনি। জানা যায়, নড়াইলের ভদ্রবিলার চাঁচড়া গ্রামের ঘোষবাড়িতে রাধা-গোবিন্দ মন্দির, ঘাটবাঁধানো পুকুর, বড় দালান, এমন পরিবেশেই শৈশবের বছর পাঁচেক কাটিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রাদেবী। সেই জামাই আপ্যায়ণের ঝলক দেখা যাবে ‘রক্তবীজ ২’ ছবিতে। মহাপঞ্চমীতে অর্থাৎ ছবি মুক্তির দ্বিতীয় দিনে সকাল ১০টার মধ্যেই ৩৫টিরও বেশি শো সম্পূর্ণ হাউসফুল হয়ে যায়। পুজোর অন্য ছবিগুলিকে হারিয়ে, পুজোর ছবির দৌড়ে লম্বা রেসের ঘোড়ার মতোই ছুটছে ‘রক্তবীজ ২’।
ছবির কনটেন্ট ও দর্শকের ভালোবাসায় বলে বলে গোল দিয়ে এগিয়ে যাচ্ছে শিবু-নন্দিতার ছবি। ছবিতে বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় ছাড়াও অনসূয়া মজুমদার, অঙ্কুশ হাজরা, আবীর চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়ের অভিনয় দেখার মতো। আইটেম ডান্সে নজর কেড়েছেন নুসরত জাহান। সব মিলিয়ে এই ছবির ফলাফলও বেশ ভালো। গত তিন বছরে যে ভাবে কনটেন্টের উপর জোর দিয়ে দর্শকের মন জিতেছে উইনডোজের পুজোর ছবি সেক্ষেত্রে এই সাফল্যকে হ্যাটট্রিক বলাই বাহুল্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.