সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টালিগঞ্জের স্টুডিওপাড়া মানে শুধুই লাইট, ক্যামেরা আর অ্যাকশন নয়! রিলের রোম্যান্স দেখে কখন রিয়েল লাইফের প্রেম জানালা দিয়ে পালাবে, প্রমাদ গুনে সেই হিসেব নিকেশ করা দায়। বক্স অফিসের নম্বর নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে যত না আলোচনা-সমালোচনা, তার থেকেও বেশি চর্চায় পরকীয়ার যাতনা, প্রাক্তনদের চুলোচুলি থেকে সম্পর্কের ভাঙা-গড়ার গুঞ্জন। এরই মাঝে জব্বর জল্পনা এক সুপারস্টারের সিনেমার সিক্যুয়েল নিয়ে। সেই ছবির কাস্টিং নিয়ে নাকি নাভিশ্বাস ওঠার জোগাড়!
আজ এই অভিনেত্রী তো কাল সেই অভিনেত্রী, লুক সেটের পালা বদল নিয়েই নাকি একপালা গান। কিছুতেই নাকি মন মতো নায়িকা পাচ্ছেন না সেই মহাতারকা। কেরিয়ারে তিনি একের পর এক মাইলস্টোন গড়লেও এদিকে তাঁর ব্যক্তিগতজীবনে ঝড়-ঝাপটার আনাগোনার অন্ত নেই। টলিউডের অন্দরে জোর গুঞ্জন তাঁর বদলে যাওয়া সম্পর্কের সমীকরণ নিয়ে। প্রেমে ভাটা। মান-অভিমান এখনও জারি। তবে এসবে তাঁর ভ্রুক্ষেপ নেই! তরতরিয়ে একের পর এক সিনেমা শুটিং করছেন তিনি। এবার তাঁকে নিয়ে আরেক গুঞ্জন। শোনা যাচ্ছে, সেই তারকার ছবির সিক্যুয়েলের জন্য নাকি ডাক পড়েছে তাঁর প্রাক্তন প্রেমিকাদের। গোড়ার দিকে একজনের সঙ্গে ডুবে ডুবে জল খেলেও আরেকজনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আজও চর্চা হয় ভক্তমহলে।
সেই অভিনেত্রীদের একজনের কেরিয়ারে বৃহস্পতি বর্তমানে তুঙ্গে। আরেকজন বেছে-বুঝে কাজ করছেন মন্থর গতিতে। ব্যক্তিগত জীবনেও যে যাঁর মতো তাঁরা নিজেকে গুছিয়ে নিয়েছেন। তাঁদের সম্পর্কের টানাপোড়েন জহুরীর চোখকেও ফাঁকি দেবে! আর পাঁচজনের মতো রিলেশনশিপ গোল সেট করতে ব্যস্ত তাঁরা। সে ভালো। কিন্তু এবার প্রশ্ন, প্রাক্তন সুপারস্টার প্রেমিকের ডাকে সাড়া দিয়ে সেই সিক্যুয়েলের জন্য রাজি হবেন কে?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.