সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ইন্ডাস্ট্রির ‘জ্যেষ্ঠপুত্র’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পায়ে পায় পার করলেন ৬২টি বসন্ত। ৩০ সেপ্টেম্বর তাঁর জন্মদিন। তাঁর জীবনের বিশেষ এই দিনে তাঁকে সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অগণিত ভক্ত। নিজের জীবনের বিশেষ দিনে নিজেও জন্মদিনের উদযাপনে মেতেছেন সুপারস্টার। কিন্তু সেসবের মাঝেও মনখারাপ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। তাঁর সোশাল মিডিয়ায় চোখ রাখতেই তার আভাস মিলল। স্মৃতির পাতায় ডুব দিলেন তিনি। নিজের জীবনের বিশেষ দিনে কার স্মৃতিতে বুঁদ হলেন পর্দার ‘ভবানী পাঠক’?
এদিন সোশাল মিডিয়ায় প্রয়াত অভিনেতা তাপস পালের সঙ্গে একটি ছবি শেয়ার করে নেন প্রসেনজিৎ। তাঁদের একটি সিনেমার মুহূর্ত এই ছবি পোস্ট করে আবেগী হয়েছেন বুম্বা। ক্যাপশনে লিখেছেন , ‘এই মুহূর্তে আমরা দুজন অনেক বছর একসাথে কেক কেটেছি …তোর ২৯ শে আমার ৩০ শে জন্মদিন…খুব মনে পড়ছে আজ তোর কথা…খুব ভালো থাকিস রে।’ টলিউডের দুই অভিনেতার ১ দিনের ব্যবধানে জন্মদিন। তাপস পালের জন্মদিন ছিল ২৯ সেপ্টেম্বর আর ৩০ সেপ্টেম্বর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। অভিনেতা-বন্ধুর সঙ্গে ফেলে আসা জন্মদিনের স্মৃতি ভাগ করে নিয়ে সোশাল মিডিয়ায় স্মৃতিমেদুর হয়েছেন পর্দার ‘ভবানী পাঠক’।
উল্লেখ্য, এদিন নিজের অনুরাগীদের সঙ্গে জন্মদিনের উদযাপনে মাতেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই পুজোয় মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘দেবী চৌধুরানী’। আর এই বছরের জন্মদিনটা উত্তর কলকাতার জনপ্রিয় সিনেমাহলেই উদযাপন করেন তিনি। বিনোদিনী থিয়াটারে এদিন কেক কেটে নিজের জন্মদিন পালন করেন বুম্বা। প্রেক্ষাগৃহ তখন কানায় কানায় পূর্ণ। পুজোর মহাষ্টমীতে নিজের দর্শক অনুরাগীদের সঙ্গেই নিজের জীবনের বিশেষ দিনের উদযাপন সারেন তিনি। এদিন সাদা পাজামা ও পাঞ্জাবীতে সেজেছিলেন টলিউডের সুপারস্টার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.