Advertisement
Advertisement
Tom Cruise

মৃত্যু-ঝুঁকি নিয়ে বিপজ্জনক স্টান্ট! গিনেসে নাম তুললেন ষাটোর্ধ্ব টম ক্রুজ

বুড়ো হাড়ে ভেলকি দেখিয়ে বিশ্ব রেকর্ড 'হলিউড হ্যান্ডসাম'-এর।

Tom Cruise Earns Guinness World Record For ‘Mission: Impossible'
Published by: Sandipta Bhanja
  • Posted:June 7, 2025 10:27 am
  • Updated:June 7, 2025 10:27 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স কোনও ফ্যাক্টর নয়! ফের প্রমাণ করলেন হলিউডের হ্যান্ডসাম অভিনেতা টম ক্রুজ। ৬২ বছর বয়সে ‘মিশন ইমপসিবল দ্য ফাইনাল রেকনিং’ সিনেমার অ্যাকশন সিকোয়েন্সে বিপজ্জনক স্টান্ট করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন অ্যাকশন হিরো। বিগত ২৯ বছর ধরে বক্স অফিসে রেকর্ড তৈরি করে চলেছে ‘মিশন ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজি। এবার এই সিনেমার জন্য হলিউড অভিনেতা টম ক্রুজ বিশ্ব রেকর্ড গড়লেন।

১৯৯৬ সাল থেকে ‘মিশন ইম্পসিবল’ সিনেমার শুরুয়াত। বরাবর দর্শকমহলে সাড়া ফেলেছে এই সিনেমা ফ্র্যাঞ্চাইজি। ইথান হান্ট চরিত্রে অনবদ্য স্টান্ট আর অভিনয়ের জোরে সমগ্র বিশ্ববাসীকে মুগ্ধ করেছেন টম। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির অন্তিম পার্ট ‘মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং’। এই ছবির শুটিংয়ের সময় ১৬ বার একটি হেলিকপ্টার থেকে জ্বলন্ত প্যারাশুট নিয়ে ঝাঁপ দেন হলিউড অভিনেতা। তাঁর প্যারাশুটে লাগানো ছিল ৫০ পাউন্ডের একটি ক্যামেরা। বিপজ্জনক ওই অ্যাকশন সিকোয়েন্স শুট করা হয় দক্ষিণ আফ্রিকার ড্রাকেনসবার্গে। হলিউড মাধ্যম সূত্রে খবর, তার আগে কয়েক সপ্তাহ ধরে ক্রুজ ও তাঁর সঙ্গীরা ওই সাংঘাতিক দৃশ্যের জন্য মহড়া দিয়েছিলেন। ‘মিশন ইমপসিবল’ সিরিজের আট নম্বর ছবির সেই দৃশ্যের ভিডিও ক্লিপিংস ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটভুবনে। ষাটোর্ধ্ব হলিউড সুপারস্টারের কেরামতি দেখে প্রায় মূর্চ্ছা যাওয়ার জোগাড় অনুরাগীদের। আর সেই রুদ্ধশ্বাস অ্যাকশন সিকোয়েন্সই টম ক্রুজের ঝুলিতে এনে দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।

জানা যায়, ওই দৃশ্যের জন্য কোনওরকম বডি ডাবল নিতে অস্বীকার করেছিলেন টম ক্রুজ। এছাড়াও গোটা সিনেমা মারাত্মক সব মারপিটের মারপ্যাঁচে ঠাসা। যেসব দেখে রোমাঞ্চিত ক্রুজ ভক্তরা বলছেন, ‘এই না হলে সত্যিকারের হিরো।’ ভিডিওতে দেখা যাচ্ছে, হেলিকপ্টার থেকে পড়ে যাচ্ছেন ক্রুজ। মাঝআকাশে একটি প্যারাশুট খুলে গেলেও সেটিতে আগুন লেগে যায়। এরপরই আতঙ্কে চেঁচাতে থাকেন অভিনেতা। এই দৃশ্যের শুটিং করেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠল তাঁর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement