Advertisement
Advertisement
Tota Roy Choudhury

ফের বলিউডে টোটা, ‘রকি-রানি’র পর কোন ছবিতে সই করলেন?

নতুন এই ছবিতেও বড়সড় চমক দেবেন টোটা।

Tota Roy Choudhury Shares new bollywood movie Shooting Still| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 10, 2023 12:25 pm
  • Updated:November 10, 2023 12:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কি কাহানি’ ছবিতে অভিনয় করে বলিউডে হইচই ফেলে দিয়েছেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা টোটা রায়চৌধুরী। তার পর থেকেই কখনও কলকাতা, কখনও মুম্বই উড়ে যাচ্ছেন অভিনেতা। কারণ, এবার তিনি নতুন বলিউড ছবির শুটিংয়ে ব্যস্ত। সূত্র বলছে, এই নতুন বলিউড ছবিতে টোটার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সইফপুত্র ইব্রাহিম! ছবির নাম দিলার। ছবির পরিচালক কুণাল দেশমুখ।

Advertisement

সম্প্রতি টোটা নিজেই সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন এই ছবির শুটিং স্টিল। যেখানে তাঁকে দেখা গিয়েছে, ক্ল্যাপস্টিক হাতে। টোটার শেয়ার করা ছবি দেখে বোঝাই যাচ্ছে, এই নতুন বলি সিনেমায় টোটা সেনাবাহিনীর অফিসারের চরিত্রে অভিনয় করতে চলেছেন। তবে শেয়ার করা এই শুটিং স্টিল ছাড়া এই নিয়ে আর কোনও খবর দিতে নারাজ টোটা।

[আরও পড়ুন: মিমির পরিবারের কালীপুজোয় এবার বলি বন্ধ, ৩০০ বছর পর কষ্টিপাথরে প্রতিষ্ঠিত হবেন দেবী]

টোটা বরাবরই ফিটনেসে বিশ্বাসী। সব সময়ই শরীরচর্চা করেন মন দিয়ে। এই ছবিতে সেনাবাহিনীর অফিসার হওয়ায়, শরীরচর্চা যে কাজে লাগবে তা বলাই বাহুল্য়। ‘রকি-রানি’র কত্থক মাস্টার টোটার এই নতুন অবতার কি ফের বলিউডের নজর কাড়তে পারবে? অপেক্ষা সময়ের।

[আরও পড়ুন: স্ত্রীর মৃত্যুর পরই অবাক কাণ্ড! ‘ও তো আমার নাতনি’, আজব দাবি প্রৌঢ়ের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement