শম্পালী মৌলিক: পথিকৃৎ বসুর পরিচালনায় ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিতে জিৎ যে পর্দায় দেশপ্রেমের গাথা ফুটিয়ে তুলবেন, চলতি বছর মে মাসেই সেখবর জানা গিয়েছিল। টলিউড সুপারস্টার অভিনয় করবেন বিপ্লবী অনন্ত সিংয়ের ভূমিকায়। যিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক। তবে সিনেমার অন্যান্য চরিত্রে কাদের দেখা যাবে? এখনও স্পষ্ট নয়। কিন্তু এবার পাকা খবর হল, জিতের ছবিতে থাকছেন টোটা রায়চৌধুরি। অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন এখবর।
‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিতে তাঁর যুক্ত হওয়া প্রসঙ্গে টোটা জানিয়েছেন, “ছবিটির চিত্রনাট্য আমার ভীষণ ভালো লেগেছে। আমার যে চরিত্র, সেই রোলে অনেক কিছু করার আছে। বেশ শক্তিশালী। এক ধরনের শারীরিক সক্ষমতা লাগবে এই চরিত্রে অভিনয় করার জন্য। চরিত্রটির মধ্যে বিভিন্ন শেড রয়েছে, যেটা করা যেতে পারে। এছাড়া পথিকৃতের কাজ আমার ভালো লাগে। ওর সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। এবারে খুব ভালো একটা ছবিতে আমরা কাজ করছি। পাশাপাশি এই ছবির প্রযোজক প্রদীপবাবু, সেটা খুব গুরুত্বপূর্ণ। ছবিটা তিনি কীভাবে দেখছেন এবং মার্কেটিংয়ের বিষয়টা আজকের দিনে জরুরি। ছবি নিয়ে ওঁর চিন্তাভাবনা আমার খুব ভালো লেগেছে। আর অবশ্যই কারণ জিৎ, ও আমার বহুদিনের বন্ধু। অনেক আড্ডা মেরেছি। কখনও কাজ হয়নি, তবে এই প্রথমবার হচ্ছে।”
পরিচালক পথিকৃৎ আগেই জানিয়েছেন, স্বাধীনতা সংগ্রামের অনেক নায়ককে আমরা মনে রাখি কিন্তু অনন্ত সিং একজন বিস্মৃত নায়ক। সেই কারণে তাঁর বায়োপিক করার সিদ্ধান্ত। পরিচালক বললেন, “আমি টোটাদার বড় ভক্ত। বহুদিন ধরে চেয়েছি তাঁকে পূর্ণাঙ্গ অ্যাকশন অবতারে দেখতে। তিনি দুর্গা রায়ের চরিত্রে এই ছবিতে। দুর্গা রায় আসলে অনন্ত সিংহর চিরশত্রু– নেতিবাচক অর্থে নয়, বরং এক শক্তিশালী আইনরক্ষক হিসেবে বিদ্রোহের বিপরীতে দাঁড়িয়ে থাকা এক প্রতিপক্ষ। তাই জিৎদা আর টোটাদার মুখোমুখি সংঘর্ষ নিঃসন্দেহে এক দুর্দান্ত সিনেম্যাটিক অভিজ্ঞতা হতে চলেছে।”
সবকিছু ঠিকঠাক চললে অক্টোবর মাস থেকে কলকাতা, ঝাড়খণ্ড, ম্যাসাঞ্জোর ড্যাম-এর মতো বিভিন্ন লোকেশনে শুটিং হবে। এই পিরিয়ড ড্রামার মেকআপের দায়িত্বে সোমনাথ কুণ্ডু। আর মিউজিক করছেন শান্তনু মৈত্র। কীভাবে মাস্টারদা সূর্য সেনের ছত্রছায়ায়, তাঁর নির্দেশে ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রামে জড়িয়েছিলেন অনন্ত সিং, সেই কাহিনি উঠে আসবে ছবিতে। স্বাধীনতার পর সামাজিক দুর্নীতি ও নানা কারণে হতাশ হয়ে অনন্ত ব্যাঙ্ক ডাকাতির পথে যান, বঞ্চিতদের মধ্যে সম্পদ ফিরিয়ে দিতে। ক্রমে ইন্সপেক্টর দুর্গা রায়ের নেতৃত্বে পুলিশ তাঁকে খুঁজে বের করতে চেষ্টা করে। এই ভাবে গল্প এগোবে ক্লাইম্যাক্সের দিকে। নন্দী মুভিজ-এর প্রযোজনায় ছয়ের দশকের প্রেক্ষাপটে এই ছবি। অনন্ত সিংহর ভূমিকায় জিৎকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.