সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কেজিএফ’-এর দুই চ্যাপ্টার দিয়েই সারা দেশে শোরগোল ফেলে দিয়েছিলেন। কিন্তু জন্মদিনটা পুরো ‘টক্সিক’ করে ফেললেন কন্নড় সিনেমার সুপারস্টার যশ। সুন্দরীকে কোলে বসিয়ে শ্যাম্পেন-স্নান করাতে দেখা গেল তারকাকে। কোথায়? ‘টক্সিক’ সিনেমারই টিজারে।
আদ্যান্ত ‘ফ্যামিলি ম্যান’ যশ। তবে সিনেমার পর্দায় তিনি অ্যাকশন স্টার। সেই মেজাজ নিয়েই নতুন বছরে আসছেন নিজের ‘টক্সিক’ সিনেমা নিয়ে। বুধবার জীবনের নতুন বছরে পা রাখলেন তারকা। জন্মদিনেই ‘টক্সিক’-এর প্রথম টিজার প্রকাশ করলেন তিনি। আর সেই সঙ্গে বছরের শুরুতেই দিয়ে দিলেন ধুন্ধুমার অ্যাকশনের আভাস। প্রায় এক মিনিটের ভিডিওতে এক ক্যাসিনোতে যশের এন্ট্রি দেখানো হয়েছে। সেখানেই উল্লাসের দৃশ্য। যা ঘিরে শোরগোল নেটদুনিয়ায়।
YASH’S NEXT FILM ‘TOXIC’: SNEAK PEEK IS HERE… A glimpse into the world of … After the success of , drops an exclusive from his highly-anticipated film : A Fairy Tale For Grown Ups.
🔗:
Directed by…
— taran adarsh (@taran_adarsh)
গীতু মোহনদাসের পরিচালনায় ‘টক্সিক’ ছবিতে অভিনয় করেছেন যশ। সিনেমার প্রযোজনাতেও অংশীদার সুপারস্টার। এক সময় শোনা গিয়েছিল, এই ছবির মাধ্যমেই দাক্ষিণাত্যে এন্ট্রি নেবেন করিনা কাপুর। কিন্তু পরে আবার শোনা যায়, শুটিংয়ের ডেট নিয়ে সমস্যা ছিল। সেই কারণেই যশের ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন করিনা। এখন ছবির নায়িকা হিসেবে কিয়ারা আডবাণীর নামই শোনা যাচ্ছে।
গত বছর যশের এই ছবির শুটিং নিয়েই বিতর্কের সৃষ্টি হয়। সিনেমার শুটিংয়ের জন্য বেঙ্গালুরুর পেনিয়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলের শতাধিক গাছ কাটা হয়েছে। এমনই অভিযোগে সরব হন কর্ণাটকের পরিবেশ মন্ত্রী ঈশ্বর ভীমান্না খন্ডর। কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি। কর্ণাটকের বনদপ্তরের পক্ষ থেকে ছবির প্রযোজকদের বিরুদ্ধে এফআইআরও নাকি করা হয়েছিল ২০২৪ সালের নভেম্বর মাসে। যদিও তারপর থেকে এবিষয়ে আর কোনও তথ্য মেলেনি। নতুন বছরেই যশের ‘টক্সিক’ মুক্তি পাওয়ার কথা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.