সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী তুনিশ শর্মার (Tunisha Sharma) মৃত্যুর দু’মাস পর জামিন পেলেন তাঁর প্রাক্তন প্রেমিক সিজান খান (Sheezan Khan)। তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল সিজানকে। শনিবার মহারাষ্ট্রের এক আদালত শর্তসাপেক্ষে অভিনেতার জামিন মঞ্জুর করে।
গত বছরের ২৪ ডিসেম্বর ‘আলিবাবা: দাস্তান এ কাবুল’ (Ali Baba: Dastaan-E-Kabul) সিরিয়ালের সেটে তুনিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই সিরিয়ালেরই নায়ক সিজান মহম্মদ খান। তুনিশার মৃত্যুর পরই সিজানকে গ্রেপ্তার করেছিল পুলিশ। অভিনেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন অভিনেত্রী মা। তারপর থেকে জেলেই ছিলেন সিজান। গত ফেব্রুয়ারি মাসে এই মামলায় চার্জশিট জমা দেওয়া হয়।
১৬ ফেব্রুয়ারি ৫০০ পাতার ওই চার্জশিট জমা দেওয়া হয়। শনিবার যখন তুনিশা মৃত্যু মামলার শুনানি শুরু হয় সিজানের আইনজীবী শরদ রাই বলেন, অভিনেত্রীর মৃত্যুর পর এতদিন কেটে গিয়েছে সিজানের বিরুদ্ধে তেমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। তুনিশার মৃত্যুর সময় সিজান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। আর এই মামলার চার্জশিটও পুলিশ দাখিল করে দিয়েছে। ফলে শিজানকে আর জেলে রাখার কোনও যুক্তি থাকতে পারে না।
দুই পক্ষের বক্তব্য শোনার পরই বিচারপতি আর ডি দেশপাণ্ডে শিজান খানের জামিন মঞ্জুর করেন। ১ লক্ষ টাকার বিনিময়ে অভিনেতার জামিন মঞ্জুর করা হয়। পাশাপাশি তাঁর পাসপোর্ট আদালতে জমা রাখতে বলা হয়। অনুমতি ছাড়া সিজান দেশের বাইরে যেতে পারবেন না। এমনটাই জানিয়েছেন বিচারপতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.