সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাদা চুড়িদার ও সালোয়ার পরে ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিয়েছিলেন। সকলকে দিওয়ালির (Diwali 2020) শুভেচ্ছা জানিয়েছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। সেই ছবির জন্য সোশ্যাল মিডিয়ায় চর্চায় অভিনেত্রী। এতে অবশ্য তাঁর কোনও ভূমিকা নেই। একটি ইউটিউব (Youtube) চ্যানেলের কাণ্ডের জেরেই নেটদুনিয়ায় ট্রেন্ডিং বিরাটপত্নী।
View this post on InstagramAdvertisement
‘ইউনিভার্সাল ইন সাইটস’ (Universal In Sights) নামের ওই চ্যানেলের অনুষ্কার এই ছবি শেয়ার করা হয়। আর ছবিতে তাঁর মাথায় ফটোশপ করে সিঁদুর দেওয়া হয়। এতেই ক্ষিপ্ত হন নেটিজেনরা। বেশিরভাগের মতে সিঁদুর পরা না পরা একজন নারীর ব্যক্তিগত বিষয়। তাঁর কী করা উচিত? কী করা উচিত নয়, তা বলার অধিকার কারও নেইঁ?
This came up on my YouTube right now and I noticed something off with the picture.
They literally added the sindoor to her pictures.
I’m –— ruta (@baateinvaatein)
ugh why can’t they leave women alone✨
— Anannya (@MrsHolland073)
২৭ আগস্ট সোশ্যাল মিডিয়ায় বিরাট (Virat Kohli) ও অনুষ্কা নিজেদের প্রথম সন্তানের আগমন বার্তা দেন। তারপর থেকেই নানা ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন অভিনেত্রী। সন্তান সম্ভবা অবস্থাতেই দুবাইয়ের আইপিএলের (IPL 2020) আসরে বিরাটের সঙ্গে ছিলেন। সেখানেও ছবি আপলোড করায় খামতি ছিল না। সোশ্যাল মিডিয়ায় তরজায় অবশ্য তাঁর ছবি শেয়ার করার স্বাভাবিক প্রক্রিয়ায় কোনও প্রভাব পড়েনি। দিওয়ালির এই ছবির পরই আবার নিজের ‘পারফেক্ট চা’ পানের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনুষ্কা। ছবিটি তুলেছেন তাঁর বাবা। ক্যাপশনে সেকথাও জানিয়েছেন।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.