সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ আগস্ট ঘটা করে মুক্তির দিনক্ষণ ঘোষণা হয়েছে। প্রকাশ্যে এসেছে ভিডিও। এর মধ্যেই আমাজন প্রাইম ভিডিওর (Amazon Prime Video) ওয়েব সিরিজ ‘মির্জাপুর ২’ (Mirzapur 2) বয়কটের ডাক দিল নেটদুনিয়ার একাংশ। নেটিজেনদের রোষানলে গোবিন্দ গুড্ডু পণ্ডিত ওরফে আলি ফজল (Ali Fazal)।
View this post on InstagramAdvertisement
২০১৮ সালের ১৬ নভেম্বর আমাজন প্রাইম ভিডিওয় মুক্তি পায় ক্রাইম থ্রিলার সিরিজ ‘মির্জাপুর’। তার পর থেকেই সিরিজের নতুন মরশুমের অপেক্ষায় ছিলেন ওয়েবের দর্শকরা। লকডাউনের আগেই সিরিজের শুটিং শেষ হয়ে গিয়েছিল। বাকি ছিল ডাবিংয়ের কাজ। সেই কাজ নিউ নর্মালে শেষ করেছেন কলাকুশলীরা। দুই দিন আগেই সিরিজের মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ভিডিওয় পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi) ওরফে কালিন ভাইয়ার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কথা জানিয়েছে গুড্ডু। গুড্ডুর চরিত্রে অভিনয় করেছেন আলি ফজল। আর তাঁর কারণেই মির্জাপুরের নতুন মরশুম বয়কটের ডাক দিয়েছে নেটিজেনদের একাংশ। অভিযোগ, CAA বিরোধী প্রচারে যোগ দিয়েছিলেন আলি ফজল। CAA বিরোধী টুইটও করেছিলেন তিনি। সেই কারণেই আলি অভিনীত সিরিজ বয়কটের ডাক দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং #BoycottMirzapur2।
This is the reason, we should boycott mirjapur2 and if you want to watch this dont watch on amzone prime, watch on telegram
— Gopal Pandit (@BiharibabuBr26)
এদিকে আলি ফজল ব্যস্ত নিজের নতুন হলিউড ছবি ‘ডেথ অন দ্য নাইল’-এর (Death on the Nile) ভারচুয়াল প্রচার করতে। আগাথা ক্রিস্টির সৃষ্ট গোয়েন্দা চরিত্র এরকুল পোয়েরোর কাহিনি অবলম্বনে তৈরি এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আলি। ছবিতে রয়েছেন ‘ওয়ান্ডার ওম্যান’-খ্যাত গ্যাল গ্যাডট, রাসেল ব্র্যান্ড, এমা ম্যাকের মতো হলিউড তারকা।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.