সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউটিউবার এলভিশ যাদবের বাড়ির সামনে গুলি চালিয়েছিল দুষ্কৃতিরা। এবার সেই ঘটনায় দু’জন বন্দুকবাজকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। ওই দুই ব্যক্তির নীরজ ফরিদপুরিয়া ও হিমাংশু ভাউ দুষ্কৃতি দলের সঙ্গে যোগ রয়েছে বলেই জানা যাচ্ছে।
অভিযুক্ত ওই দুই ব্যক্তির নাম গৌরব সিং ও আদিত্য তিওয়ারি। দু’জনের বয়স যথাক্রমে ২২ ও ১৯। সর্বভারতীয় সংবাদমাধ্যমসূত্রে জানা যাচ্ছে, রবিবার শাহবাদ ডেয়ারির খেরা খালের কাছ থেকে ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। দিল্লি পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে যে, অভিযুক্তদের গ্রেপ্তার করার সময়ও দিল্লির অন্য আরও একটি স্থানে হামলা চালানোর ছক কষছিল। উল্লেখ্য, গত রবিবার ভোরে ইউটিউবার ও ‘বিগ বস’ বিজয়ী বাড়ির সামনে গুলি চালায় দুষ্কৃতীরা। পুলিশ জানায়, ভোর সাড়ে পাঁচটা থেকে ছ’টার মধ্যে ঘটনাটি ঘটে। তিনজন দুষ্কৃতী মোটরবাইকে এসে গুরুগ্রাম সেক্টর ৫৭–এর বাড়ির সামনে ২৫ থেকে ৩০ রাউন্ড গুলি চালায়। বাড়ির দুটি তলা লক্ষ্য করে চলে গুলি। ওই বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকেন এলভিশ। কেয়ারটেকার ও পরিবারের কয়েকজন সদস্য বাড়িতে থাকলেও সকলে সুরক্ষিত ছিলেন।
২০২৩ সালে বিগ বস ওটিটি-র দ্বিতীয় সিজনে বিজয়ী হন। সেই বছরই নভেম্বরে এলভিশ-সহ কয়েকজনের বিরুদ্ধে সাপের বিষ নিয়ে পার্টি করার অভিযোগ ওঠে। দাবি করা হয়, তাঁদের কাছে প্রায় ন’টি বিষাক্ত সাপ উদ্ধার হয়েছে। পরবর্তীকালে এই ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এতেই শেষ নয়। এরপরে কাশী বিশ্বনাথ মন্দিরের প্রাঙ্গনে ছবি তুলে রীতিমতো বিপাকে পড়েন এলভিশ। তাঁর বিরুদ্ধে বারাণসী সেশন আদালতে অভিযোগও দায়ের হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.