Advertisement
Advertisement
Disha Patani

দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণ, পাঁচ দিনের মাথায় যোগীরাজ্যে এনকাউন্টারে মৃত্যু ২ অভিযুক্তের

১২ সেপ্টেম্বর মধ্যরাতে দিশা পাটানির বরেলির বাড়িতে ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালায় অভিযুক্তরা।

Two shooters who fired Disha Patani's Bareilly home killed in encounter in UP
Published by: Sandipta Bhanja
  • Posted:September 17, 2025 8:00 pm
  • Updated:September 17, 2025 9:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু ধর্মগুরুকে অসম্মানের অভিযোগে সম্প্রতি দিশা পাটানির উত্তরপ্রদেশের বাড়িতে গুলিবর্ষণ করে গোল্ডি ব্রার গ্যাং। সেই বিভীষিকাময় রাতের অভিজ্ঞতা জানাতে গিয়ে অভিনেত্রীর বাবা জগদীশ সিং পাটানি জানান বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। এরপরই তাঁকে ফোন করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আশ্বাস দেন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যেমন কথা, তেমন কাজ। পাঁচদিনের মাথায় এবার এনকাউন্টারে মৃত্যু ২ অভিযুক্তের। 

Advertisement

১২ সেপ্টেম্বর মধ্যরাতে দিশা পাটানির বরেলির বাড়িতে ১০ থেকে ১২ রাউন্ড গুলি চলে। ঘটনার দায় স্বীকার করে অভিনেত্রীর পরিবারকে ফের শাসিয়েছে কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার ও রোহিত গোদারা। দিশার দিদি খুশবু পাটানির বিরুদ্ধে হিন্দু ধর্মগুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অসম্মানের অভিযোগ তুলেছে তারা। সেই কারণেই গোল্ডি ব্রার গ্যাংয়ের এহেন পদক্ষেপ। সংশ্লিষ্ট ঘটনায় দিন দুয়েক আগেই দিশা পাটানির বাবা জগদীশ সিং পাটানিকে মধ্যরাতে ফোন করে খোঁজ নিয়েছিলেন যোগী আদিত্যনাথ। এবার খবর, সংশ্লিষ্ট ইস্যুতে অভিযুক্ত দুই ব্যক্তি প্রথমে গাজিয়াবাদের ট্রনিকা সিটিতে পুলিশি এনকাউন্টারের সময়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তবে পরে যোগীরাজ্যের পুলিশি সূত্রে জানা যায়, উভয়েরই মৃত্যু হয়েছে। তারা  আন্তর্জাতিক অপরাধচক্রের সঙ্গে যুক্ত ছিল বলেও জানা যায়। 

সম্প্রতি দিশার বাবা জগদীশ জানান, “বরাতজোরে রক্ষা পেয়েছি। আর একটু হলেই বড় বিপদ হতে পারত। প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালিয়েছে ওরা। একটুর জন্য আমার গায়ে লাগেনি। আমার পোষ্য সেদিন হঠাৎ ডাকতে শুরু করায় আমি সতর্ক হয়ে যাই। সেইজন্যই গুলিবিদ্ধ হওয়ার হাত থেকে বেঁচে গিয়েছি। নইলে আমার গায়েও গুলি লাগত।” ঘটনার পর ১৪ সেপ্টেম্বর গভীর রাতে খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁকে ফোন করে খোঁজখবর নিয়েছেন। শুধু তাই নয়, দিশা পাটানির পরিবারের নিরাপত্তাও তিনি নিশ্চিত করেছেন বলে জানা গেল। যোগীর সঙ্গে কী কথা হয়েছে সেদিন জগদীশ সিং পাটানির? অভিনেত্রীর বাবা জানান, “ঘটনায় শোকপ্রকাশ করে পরিবারের সকলের খোঁজখবর নেন উনি। এবং জানান, গোটা উত্তরপ্রদেশ তোমাদের পাশে রয়েছে। পাশাপাশি যোগীজি আমাদের পরিবারের সকলের নিরাপত্তা সুনিশ্চিত করেছেন।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement