সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাল ১৯৪৬, শেওড়াফুলির বুকে যাত্রা শুরু করেছিল সিঙ্গল স্ক্রিন ‘উদয়ন সিনেমা’। স্বর্ণযুগের বাংলা ছবি থেকে শুরু করে বিভিন্ন হিন্দি কাল্ট ছবি এসব কিছুর সাক্ষী এই সিনেমাহল। কলকাতার বাইরের এই অঞ্চলের মানুষের বিনোদনপ্রাপ্তির এক অন্যতম মাধ্যম ছিল এ কথা বললেও ভুল হবে না। এবার শেওড়াফুলির সেই উদয়ন সিনেমার আমেজ ফিরে আসবে তারকেশ্বরেও। সেখানেই আসছে আরও এক নতুন সিনেমা হল। যা কিনা এই বহু ইতিহাস বিজড়িত উদয়ন সিনেমার ফ্র্যাঞ্চাইজি।
এক সময়ের লিগ্যাসি উদয়ন সিনেমা ফিরে আসছে নতুন আঙ্গিকে। থাকবে নতুন সমস্ত ব্যবস্থাপনা এই সিনেমাহলে। শনিবার, ২৩ আগস্ট এই সিনেমাহলের পথচলা শুরু হবে এই সময়ের সবথেকে হিট ছবি ‘ধূমকেতু’র হাত ধরে। উল্লেখ্য এই সময় বাংলা ছবির দর্শক আক্রান্ত ‘ধূমকেতু’ জ্বরে। আর সেই ছবির হাত ধরেই নতুন পথচলা শুরু হবে। কাজেই বলা যায়, বক্স অফিসে বিপুল ব্যবসা করা এই ছবি এবার নিজেদের পছন্দের সিনেমা হলে বসেই দেখতে পারবেন তারকেশ্বরবাসী।
শুধু তাই নয়, বাংলা ছবির ভবিষ্যৎ আরও সুনিশ্চিত করতে বারবার বিভিন্ন উদ্যোগ নিয়েছেন সুপারস্টার দেব। এমনকি এই মুহূর্তে ‘ধূমকেতু’ জ্বরে কাবু একটা গোটা প্রজন্ম। শুধু কি তাই? এই জ্বরে কাবু বাংলা ছবির দর্শকও। এ কথা অস্বীকার করার কোনও উপায় নেই। মুক্তির পর থেকেই শহর জুড়ে বিভিন্ন সিনেমাহলে ঝোড়ো ব্যাটিং করল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছবি ‘ধূমকেতু’। এবার উদয়ন সিনেমাহলেও একই ছবি ধরা পড়বে আশায় বুক বাঁধছেন সকলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.