সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিষিদ্ধ করা হল ‘উল্লু, ‘বিগ শট অ্যাপ’-সহ ২৫টি অশ্লীল অ্যাপ ও ওয়েবসাইট। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তরফে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষিদ্ধ হওয়া ওই অ্যাপ ও ওয়েবসাইটগুলিতে বেশ কিছু বছর ধরেই আপত্তিকর বিজ্ঞাপন ও অশ্লীল কনটেন্ট দেখানো হচ্ছিল। যা জনমানসে ভীষণভাবে প্রভাব ফেলে।
ইতিমধ্যেই ভারতে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের সকারের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, ওই অ্যাপ ও ওয়েবসাইট যাঁরা ব্যবহার করেন বা যাঁরা করেন না তাঁদের কারোর কাছেই যাতে সেগুলি ব্যবহারের অ্যাকসেস না থাকে। শোনা যাচ্ছে এই তালিকায় রয়েছে, ‘অলট’, ‘উল্লু’, ‘বিগ শটস অ্যাপ’, ‘দেশিফ্লিক্স’, ‘বুমেক্স’, ‘নভরসা লাইট’, ‘গুলাব অ্যাপ’, ‘কঙ্গন অ্যাপ’, ‘বুল অ্যাপ’, ‘জলওয়া অ্যাপ’, ‘ওয়াও এন্টারটেনমেন্ট’, ‘লুক এন্টারটেনমেন্ট’, ‘হিটপ্রাইম’, ‘ফেনেয়ো’, ‘শো-এক্স’, ‘সোল টকিজ’, ‘আড্ডা টিভি’, ‘হটএক্স ভিআইপি’, ‘হলচল অ্যাপ’, ‘মুডেক্স’, ‘নিওনেক্স ভিআইপি’, ‘ফুজি’, ‘মোজিফ্লিক্স’, ‘ট্রিফ্লিকস’ -এর মতো অ্যাপগুলি।
উল্লেখ্য, ২০০০ সালের ভারতীয় ন্যায়সংহিতায় তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ও ৬৭এ ধারা ২০২৩ সালের ভারতীয় ন্যায়সংহিতার ২৯৪ ধারা ও ১৯৮৬ সালের ৪ নম্বর ধারা অনুসারে এই অ্যাপগুলি আইনলঙ্ঘন করেছে বলেই জানানো হয়েছে সরকারের তরফে। এই কারণেই এদেশে উল্লিখিত বিনোদন ওয়েবসাইটগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.